Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ram Navami: রামের মিছিলে মিশে গেল রহিমরা, শোভাযাত্রায় সম্প্রতির ছবি দুর্গাপুরে

Ram Navami: স্থানীয় একটি জলাশয় থেকে শোভাযাত্রা করে কলসিতে জল নিয়ে আসছিলেন মহিলারা। সেই সময় দুই সম্প্রদায়ের সম্প্রতির ছবি ধরা পড়ল।

Ram Navami: রামের মিছিলে মিশে গেল রহিমরা, শোভাযাত্রায় সম্প্রতির ছবি দুর্গাপুরে
সম্প্রীতির ছবি দুর্গাপুরেImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 06, 2025 | 3:06 AM

দুর্গাপুর: রামনবমীর মিছিলে এলাকার মুসলিম যুবকরা। তাঁরা রাম ভক্তদের খাওয়ালেন শরবত। রামের গানের তালে তাঁরাও নাচলেন। এই ছবি ধরা পড়ল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে।

শনিবার দুর্গাপুরে রাম নাম করতে করতে কলসি নিয়ে হাঁটছিলেন রাম ভক্তরা। তখনই এলাকার মুসলমান যুবকরা শরবতের গ্লাস নিয়ে ঢুকে গেলেন সেই মিছিলে। রাম ভক্তদের তৃষ্ণা নিবারণ করলেন তাঁরা। রামের নামে জয়ধ্বনিও দিলেন। তারপরই তাঁরা নাচতে শুরু করলেন।

দুর্গাপুরের সিএমইআরআই (CMERI) কলোনির পাশেই সোনারতরী আবাসিক কমিটি প্রতিবারের মতো এ বছরেও বজরংবলীর বাৎসরিক পুজোর আয়োজন করেছে। স্থানীয় একটি জলাশয় থেকে শোভাযাত্রা করে কলসিতে জল নিয়ে আসছিলেন মহিলারা। সেই সময় দুই সম্প্রদায়ের সম্প্রতির ছবি ধরা পড়ল।

এই খবরটিও পড়ুন

সম্প্রীতির ছবি দুর্গাপুরে

রামনবমীকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার পরিস্থিতির যাতে অবনতি না হয়, তার জন্য তৎপর পুলিশ প্রশাসন। তারই মাঝে সম্প্রতির ছবি দেখা গেল। মুসলিমদের দেওয়ার গ্লাস ভর্তি শরবত খেলেন হিন্দুরা। কোলাকুলির আলিঙ্গনে এদিন যেন মিলেমিশে একাকার ইদ কমিটি আর রামনবমীর আয়োজকদের হৃদয়।

বজরংবলীর আয়োজক কমিটির সদস্য দীপক মান ধন্যবাদ জানালেন মুসলিম যুবকদের। অন্যদিকে, হিন্দুদের শরবত দিয়ে শেখ আসিফ নামে এক যুবক বলেন, রাম সবার। তাঁরা বিশ্বাস করেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলেমিশে একাকার হয়ে থাকায়। তাঁরা সম্প্রীতির মেলবন্ধন ঘটাতে চেয়েছেন।

অন্যদিকে, মালদহেও ধরা পড়ল সম্প্রীতির ছবি। রামনবমীতে সক্রিয় ভাবে অংশ নিচ্ছেন মুসলিমরা। তাঁদের দাবি, ইদ যেমন তাঁদের উৎসব, রামনবমীও তাঁদের উৎসব। মালদহ মুসলিম কমিটির তরফে বার্তা দেওয়া হয়েছে, সার্বিক ভাবে রামনবমীতে অংশ নেওয়ার জন্যে। মালদহ শহরেই কয়েক জায়াগায় তাঁদের তরফে প্যান্ডেল করা হবে। যেখান থেকে বিলি করা হবে শরবত, মিষ্টি। করা হবে স্বাস্থ্য শিবির।