AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: বিজেপি ভোট চাইতে এলে চামড়া গুটিয়ে দেওয়ার হুঁশিয়ারি, বিতর্কে বাঁকুড়ার তৃণমূল নেত্রী

বাঁকুড়ায় আবাস যোজনার উপভোক্তা নির্বাচন নিয়ে এলাকার মানুষের ক্ষোভের মুখে পড়লেন জেলা তৃণমূলের নেতা-নেত্রীরা।

TMC: বিজেপি ভোট চাইতে এলে চামড়া গুটিয়ে দেওয়ার হুঁশিয়ারি, বিতর্কে বাঁকুড়ার তৃণমূল নেত্রী
বাঁকুড়ার জেলা তৃণমূল নেত্রী মৌ সেনগুপ্ত।
| Edited By: | Updated on: Mar 31, 2023 | 10:47 PM
Share

বাঁকুড়া: ফের ‘দিদির দূত’ (Didir Doot) কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে শাসকদলের প্রতিনিধিরা। এবার বাঁকুড়ায় আবাস যোজনার (Awas Yojana) উপভোক্তা নির্বাচন নিয়ে এলাকার মানুষের ক্ষোভের মুখে পড়লেন জেলা তৃণমূলের নেতা-নেত্রীরা। যদিও পরিস্থিতি সামাল দিতে পাল্টা কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুললেন শাসকদলের প্রতিনিধিরা। শুধু তাই নয়, BJP ভোট চাইতে এলে ‘চামড়া গুটিয়ে দেওয়ার’ নিদান দিলেন বাঁকুড়া জেলা তৃণমূল সভানেত্রী (Bankuta TMC)। যা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।

এদিন বিকালে বাঁকুড়া-২ নম্বর ব্লকের মৌলাডাঙ্গা গ্রামে দিদির দূত কর্মসূচিতে যান তৃণমূলের বাঁকুড়া-২ নম্বর ব্লকের সভাপতি বিধান সিংহ ও তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী মৌ সেনগুপ্ত সহ স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা। তাঁদের দেখা মাত্রই আবাস যোজনায় বেনিয়মের অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেন গ্রামবাসী। তাঁদের অভিযোগ, গৃহহীনদের আবাস যোজনার সুবিধা না দিয়ে তেলা মাথায় তেল দেওয়া হয়েছে। সরকারি শৌচালয় নির্মাণ করার ক্ষেত্রেও একই অভিযোগ তোলেন এলাকার বাসিন্দারা। যা নিয়ে তীব্র অস্বস্তিতে পড়েন জেলা তৃণমূল নেতৃত্ব। এরপরই আবাস থেকে শৌচালয় নির্মাণ, ১০০ দিনের কাজ থেকে গ্যাসের দাম বৃদ্ধির জন্য কেন্দ্রের সরকারকে কাঠগোড়ায় তুলে নিজেদের পক্ষে এলাকাবাসীর সমর্থন আদায়ের চেষ্টা করে তৃণমূল নেতৃত্ব। তখনই আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে গ্রামবাসীদের নিদান দিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী মৌ সেনগুপ্ত।

কী নিদান দেন বাঁকুড়া জেলা তৃণমূল সভানেত্রী? গ্রামবাসীর বিক্ষোভ সামাল দিতে গিয়ে তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী মৌ সেনগুপ্ত এলাকাবাসীকে নিদান দেন, “বিজেপি ভোট চাইতে গেলে হাতে ঝাঁটা-জুতো নিয়ে বেরোবেন। বেশি কিছু করলে বলবেন, চামড়া গুটিয়ে দেব।” তিনি আরও বলেন, “ওদের (বিজেপি) ঢুকতে দেওয়া আর করোনা ভাইরাস ঢুকতে দেওয়া একই।”

তৃণমূল মহিলা সভানেত্রীর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি। বাঁকুড়া সাংগঠনিক বিজেপির জেলা সভাপতি বিল্লেশ্বর সিংহ পাল্টা বলেন, “একজন মহিলা নেত্রীর মুখে এই ধরনের মন্তব্য আশা করা যায় না। মানুষ শুধু সময়ের অপেক্ষা করছে। সময় এলেই মানুষ এর জবাব দেবে।”

অন্যদিকে, আবাস যোজনায় বেনিয়মের অভিযোগ স্বীকার করে বাঁকুড়া -২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীতা ঘোষ বলেন, “আবাসের সমীক্ষা নিয়ে কিছু গন্ডগোল হয়েছিল। তবে সেটা ঠিক করার চেষ্টা চলছে।”