TMC Win: একটা জায়গা ছিল তাও গেল বামেদের! ৩০ বছর পর সেখানেও জয় পেল TMC
TMC: কুলতলি বিধানসভা এলাকার চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের ভুবনখালি সমবায় সমিতির দখল নিয়েছে তৃণমূল কংগ্রেস। দীর্ঘ তিরিশ বছর ধরে এসইউসিআই-এর দলের দখলে থাকার পর রবিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে নেয়। এই সমবায় সমিতিতে ৯ টি আসন রয়েছে।

কুলতলি: রাজ্যে শেষ হয়েছে বাম জমানা। সকলে বলে বামেরা শূন্য। এখন হাওয়া তৃণমূলের। সর্বত্রই তাদের জয়-জয়কার। বিধানসভা-লোকসভায় একচ্ছত্রভাবে দাপিয়ে বেড়ালেও কুলতলি ভুবনখালির সমবায়ে কিন্তু এতদিন দাঁত ফোটাতে পারছিল না ঘাসফুল শিবির। তিরিশ বছর পর এবার সেখানেই বিরাট জয় তৃণমূলের।
কুলতলি বিধানসভা এলাকার চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের ভুবনখালি সমবায় সমিতির দখল নিয়েছে তৃণমূল কংগ্রেস। দীর্ঘ তিরিশ বছর ধরে এসইউসিআই-এর দলের দখলে থাকার পর রবিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে নেয়। এই সমবায় সমিতিতে ৯ টি আসন রয়েছে। তার মধ্যেই শুধুমাত্র তৃণমূল কংগ্রেস ৯ টি আসনে মনোনয়ন পত্র জমা করেছে। বিরোধীরা কেউ কোনও আসনে মনোনয়ন পত্র জমা করেনি। যার জেরে তৃণমূল কংগ্রেস কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ টি আসনে জয়লাভ করেছে।
চুপড়িঝাড়া অঞ্চল তৃণমূল সভাপতি সালাউদ্দিন ঢালী বলেন, “এখানে বিরোধী বলে কিছু নেই। আমাদের টার্গেট ২০২৬। সমবায় নয়। আমরা চেষ্টা করব বিধানসভায় জিততে। আর এই সমবায় দীর্ঘদিন বামেরা দখল করেছিল। এত দিন ধরে এত দুর্নীতি করেছে যে ওদের এতটুকু সাহস নেই যে নির্বাচনে লড়বে।”

