প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ডাক পেলেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু

ঋদ্ধীশ দত্ত | Edited By: tista roychowdhury

Jan 31, 2021 | 11:03 AM

বিগত কয়েক মাস যাবত কোনও দলীয় কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়নি। ফলে তিনি প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দেন কিনা সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ডাক পেলেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু
ছবি- টুইটার

Follow Us

কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সরকারি অনুষ্ঠানে ডাক পেলেন তৃণমূলের তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikari)। সূত্রের খবর, আগামী ৭ জানুয়ারি রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় তিনি হলদিয়ায় একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে দিব্যেন্দুকে একটি চিঠি দিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

চিঠিতে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৭ জানুয়ারি হলদিয়ায় উপস্থিত থাকতে চলেছেন। সেখানে তিনি ধোবি-দুর্গাপুর পাইপলাইন প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন। এই প্রকল্পে কেন্দ্রের ২,৪৩৩ কোটি টাকা খরচ হবে। এ বাদেও হলদিয়ায় এলপিজি গ্যাস আমদানি টার্মিনালের উদ্বোধন করবেন নমো। যার মাধ্যমে প্রত্যেক ভারতবাসীর হেঁসেলে রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার প্রধানমন্ত্রীর স্বপ্ন আরও একধাপ তরান্বিত হবে। চিঠিতে এমনটাই লিখেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী। এই প্রকল্পে ১১০০কোটি  টাকা খরচ হবে কেন্দ্রের।

আরও পড়ুন: বাংলার জন্য ‘স্পেশাল প্যাকেজ’, আবদার রাজীবের, শাহের দাবি ‘বাংলা দখল’

এ ছাড়াও হলদিয়ার তেল শোধনাগারে আরও ১০১৯ কোটির আরও একটি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পগুলির উদ্বোধন উপলক্ষে যে সরকারি অনুষ্ঠান হবে সেখানেই ডাক পেয়েছেন তৃণমূলের সাংসদ। প্রসঙ্গত, বিগত কয়েক মাস যাবত কোনও দলীয় কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়নি। ফলে তিনি প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দেন কিনা সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

আরও পড়ুন: দিব্যেন্দু অধিকারীর একাধিক পদে কোপ, অপসারিত ৩ কলেজের পরিচালন কমিটি থেকে

Next Article