AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাংলার জন্য ‘স্পেশাল প্যাকেজ’, আবদার রাজীবের, শাহের দাবি ‘বাংলা দখল’

রাজীব জানান, ডুমুরজোলার সভাতে শনিবারই এই যোগদান পর্ব হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত স্বরাষ্ট্রমন্ত্রীর সফর পিছিয়ে যাওয়ায় তিনি নিজে চার্টার্ড বিমান পাঠিয়ে রাজীব-বৈশালীদের দিল্লি নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।

বাংলার জন্য 'স্পেশাল প্যাকেজ', আবদার রাজীবের, শাহের দাবি 'বাংলা দখল'
নিজস্ব চিত্র
| Updated on: Jan 30, 2021 | 10:54 PM
Share

নয়া দিল্লি: হবে হবে করে হয়েই গেল। শেষমেশ গেরুয়া উত্তরীয় কাঁধে তুলেই নিলেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। শনিবার খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বাসভবনে গিয়ে তিনি গেরুয়া শিবিরে যোগদান করেন। রাজীবের সঙ্গেই বিজেপিতে (BJP) যোগ দিয়েছেন বালির বিধায়ক বৈশালী ডালমিয়া। পাশাপাশি উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল এবং হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীও অমিত শাহের হাত থেকেই বিজেপির প্রাথমিক সদস্যতা গ্রহণ করেছেন। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় এবং বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়।

logo2

যোগদান সেরে বের হওয়ার পরই রাজীব জানান, ডুমুরজোলার সভাতে শনিবারই এই যোগদান পর্ব হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত স্বরাষ্ট্রমন্ত্রীর সফর পিছিয়ে যাওয়ায় তিনি নিজে চার্টার্ড বিমান পাঠিয়ে রাজীব-বৈশালীদের দিল্লি নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। এই নিয়ে রাজীবের বক্তব্য, “আজকের দিনটা অত্যন্ত সম্মানের। উনি আমাদের ডেকেছিলেন। আজকের সফর পিছিয়ে যাওয়ায় উনি নিজের উদ্যোগে বিশেষ বিমান পাঠিয়েছিলেন।”

ছবি- টিভি নাইন বাংলা

রাজীব বলে চলেন, “কেন্দ্রকে বাদ দিয়ে কোনও দিন কোনও রাজ্যের সার্বিক উন্নয়ন হয় না। আমি আজ আনন্দিত এবং সম্মানিত। কেন্দ্র ও রাজ্যের ঝগড়ায় বাংলার মানুষের স্বার্থ খুন্ন হয়েছে।” তবে এই কয়েক বছরে বাংলার কোনও উন্নয়ন হয়নি, রাজীব এমনটা মনে করেন না। তাঁর কথায়, “যদি কেন্দ্রের সহযোগিতা থাকত তবে বাংলার আরও উন্নয়ন হতে পারত।”

আরও পড়ুন: Exclusive: ‘বাংলায় জিতবে বিজেপি’, সংখ্যাতত্ত্বে না গিয়ে আত্মবিশ্বাসী রাজনাথ

প্রথম সাক্ষাতে অমিত শাহের কাছে কী চাইলেন রাজীব। ডোমজুড়ের প্রাক্তন বিধায়কের জবাব, “আজকে ওনাকে বলেছি, একদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে। আরেকদিকে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে ও নিরাপত্তা দিতে হবে। মানুষ হতাশায় ভুগছে। তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বাংলার মানুষের জন্য স্পেশাল প্যাকেজ চাই। উনি বলেছেন, যদি বাংলা দখল করতে পারি তবে আমি সব চিন্তাভাবনা করব। উনি সবরকম উন্নয়নের স্বার্থে নামবেন বলে জানিয়েছেন।”

আরও পড়ুন: সাতে নাড্ডা, আটে মোদী! সর্বশক্তি প্রয়োগ করেই রাজ্যে প্রচার ঝড় তুলবে বিজেপি