Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Train News: ফের ভাঙল এক্সপ্রেস ট্রেনের প্যান্টোগ্রাফ, বর্ধমান লাইনের রেল পরিষেবা ব্যাহত

Saraighat Express: প্রচণ্ড ঝড়-বৃষ্টির জেরেই ভাঙল আপ সরাইঘাট এক্সপ্রেস ট্রেনের প্যান্টোগ্রাফ। যার জেরে নওয়াদা-গুসকরা (Nawada-Guskara) স্টেশনের মাঝে থমকে গিয়েছে ট্রেনটি। 

Train News: ফের ভাঙল এক্সপ্রেস ট্রেনের প্যান্টোগ্রাফ, বর্ধমান লাইনের রেল পরিষেবা ব্যাহত
আপ সরাইঘাট এক্সপ্রেস।
Follow Us:
| Edited By: | Updated on: May 25, 2023 | 10:19 PM

বর্ধমান: ফের ব্যাহত ট্রেন পরিষেবা। ফের ভাঙল ট্রেনের প্যান্টোগ্রাফ। এবার আপ সরাইঘাট এক্সপ্রেস (UP Saraighat Express) ট্রেনের প্যান্টোগ্রাফ (Pantograph) ভাঙল। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রচণ্ড ঝড়-বৃষ্টির জেরেই ভাঙল আপ সরাইঘাট এক্সপ্রেস ট্রেনের প্যান্টোগ্রাফ। যার জেরে নওয়াদা-গুসকরা (Nawada-Guskara) স্টেশনের মাঝে থমকে গিয়েছে ট্রেনটি।  মাঝপথে সরাইঘাট এক্সপ্রেস দাঁড়িয়ে পড়ায় বর্ধমান-রামপুরহাট লুপলাইনে ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। ফলে চরম বিপাকে পড়েছেন আপ সরাইঘাট এক্সপ্রেসের যাত্রী সহ বর্ধমান-রামপুরহাট লুপলাইনের নিত্যযাত্রীরা।

জানা গিয়েছে, এদিন বিকেল ৫ টা ৪০ মিনিট নাগাদ আপ সরাইঘাট এক্সপ্রেস বর্ধমান-রামপুরহাট লুপলাইনে নওয়াদা স্টেশন ছাড়িয়ে গুসকরা স্টেশনে ঢুকছে। হঠাৎ করেই প্রচণ্ড ঝড়-বৃষ্টির জেরে ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। তারপরই ট্রেনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং থমকে যায় ১২৩৪৫ আপ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসটি। এর ফলে ওই লাইনে অন্যান্য ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটে। বনপাস স্টেশনে দাঁড়িয়ে পড়ে আপ হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেস। আপ হাওড়া- রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেন আটকে পড়ে ঝাপটের ঢাল স্টেশনে। এছাড়া কতকগুলি লোকাল ট্রেনও দাঁড়িয়ে পড়ে।ফলে চরম সমস্যায় পড়েন এই সমস্ত ট্রেনের যাত্রীরা।

যদিও রেলের তরফে জানা গিয়েছে, আপ সরাইঘাট এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে পড়ার খবর পেয়েই সেটি মেরামতির জন্য বোলপুর ও বর্ধমান থেকে টাওয়ার ভ্যান ঘটনাস্থলে যায়। তারপর দীর্ঘক্ষণ ধরে কাজ চলার পর অবশেষে রাত ৯টা নাগাদ সরাইঘাট এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ সম্পূর্ণ মেরামত হয় এবং ট্রেন চলতে শুরু করে। তারপর বাকি ট্রেনগুলিও গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।