ভরদুপুরে গুলি নৈহাটিতে, অভিযুক্ত পলাতক! জুয়ার টাকা ভাগবাঁটোয়ারা নিয়ে ঝামেলা?

এলাকাবাসীরা অবশ্য জানাচ্ছেন, জুয়া খেলার টাকা ভাগবাঁটোয়ারা নিয়েই ঝামেলার সূত্রপাত। আর এর জেরেই গুলি চালিয়েছে অভিযুক্ত সন্তোষ যাদব।

ভরদুপুরে গুলি নৈহাটিতে, অভিযুক্ত পলাতক! জুয়ার টাকা ভাগবাঁটোয়ারা নিয়ে ঝামেলা?
নিজস্ব চিত্র

|

Dec 26, 2020 | 5:52 PM

নৈহাটি: ভরদুপুরে গুলি চলল নৈহাটিতে (Naihati)। গুলিবিদ্ধ হলেন ৪০ বছর বয়সী রাজেশ সাউ। দুপুরে বাড়িতে বসেই ভাত খাচ্ছিলেন রাজেশ। তখন তাঁকে ফোন করে গৌরিপুর জুটমিলের কাছে ডাকে তাঁর পরিচিত সন্তোষ যাদব। সেখানেই জুটমিলের পিছনে তাঁকে সন্তোষ গুলি করেছে বলে অভিযোগ। তদন্তে নেমেছে নৈহাটি থানার পুলিস।

জানা যাচ্ছে, রাজেশ সাউয়ের পিঠে গুলি লেগেছে। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে। কিন্তু উন্নত চিকিৎসার জন্য ইতিমধ্যেই কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে রাজেশকে। অভিযুক্ত সন্তোষ যাদব ফেরার। তার উদ্দেশে তল্লাশি চালাচ্ছে নৈহাটি থানার পুলিস।

আরও পড়ুন: মমতাকে অনুকরণ? এবার শিলিগুড়ির দুয়ারে দুয়ারে অশোক-প্রশাসন

প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, হয়ত ব্যক্তিগত কোনও শত্রুতার জেরেই রাজেশকে গুলি করে খুনের চেষ্টা করেছিল সন্তোষ। কিন্তু এখানেই উঠছে অন্য প্রশ্ন। যদি ব্যক্তিগত শত্রুতা থেকেই থাকে তাহলে কেন ভাত খেতে খেতে সন্তোষের ফোন পেয়ে জুটমিলের পিছনে যাবে রাজেশ! তাহলে কি অন্য কোনও কারণ লুকিয়ে আছে এই ঘটনার আড়ালে। সেই সব প্রশ্নের উত্তর খুঁজে বের করতেই তদন্ত চালাচ্ছেন নৈহাটি থানার পুলিস আধিকারিকরা। এলাকাবাসীরা অবশ্য জানাচ্ছেন, জুয়া খেলার টাকা ভাগবাঁটোয়ারা নিয়েই ঝামেলার সূত্রপাত। আর এর জেরেই গুলি চালিয়েছে অভিযুক্ত সন্তোষ যাদব।