WB Panchayat Elections: বাবুল সুপ্রিয়োর গান বাজিয়ে ভোট প্রচার বিজপি-সিপিএম-কংগ্রেসের

WB Panchayat Elections: উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মহকুমার বিভিন্ন গ্রামে টোটোয়,মাইকে প্রচার চলছে এই গান দিয়েই। এমনকী দিলীপ ঘোষের সভামঞ্চেও বাজছে বাবুলের এই গান।

WB Panchayat Elections: বাবুল সুপ্রিয়োর গান বাজিয়ে ভোট প্রচার বিজপি-সিপিএম-কংগ্রেসের
রায়গঞ্জে ভোটের প্রচারImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 06, 2023 | 12:18 PM

রায়গঞ্জ: তৃণমূল মন্ত্রী বাবুল সুপ্রিয়র গাওয়া সেই বিখ্যাত গান ‘এই তৃণমূল আর না…’ এই গানকেই প্রচারের হাতিয়ার করল বাম-কংগ্রেস জোট। বস্তুত, এক সময় বিজেপিতে থাকাকালীন এই গানটি বাবুল সুপ্রিয়োর কন্ঠে শোনা যায়। পরে যদিও দলবদল করে শাসকদলেই যোগ দেন তিনি। তবে তাঁর গাওয়া গান ভুলতে পারেননি বিরোধী শিবির। বিজেপি তো বটেই এখন বাম-কংগ্রেস জোট এই গানকে হাতিয়ার করে প্রচারে নেমেছে। তবে বামেদের দাবি, হয়ত গ্রামবাসীরা সেই গান বাজিয়েছে ভুলে

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মহকুমার বিভিন্ন গ্রামে টোটোয়,মাইকে প্রচার চলছে এই গান দিয়েই। এমনকী দিলীপ ঘোষের সভামঞ্চেও বাজছে বাবুলের এই গান। অর্থাৎ বিরোধীরা এই গানকেই হাতিয়ার করে নেমেছে ভোটের প্রচারে। বিজেপি বাজালে এই গানে দোষ নেই। কিন্তু বামেরা কেন বাজাচ্ছে? তা নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই। এ দিকে, তৃণমূল আবার মনে করছে গানটি সকল শিবিরকে একসঙ্গে বেঁধেছে।

সিপিএম নেতা তীর্থ দাস বলেন, “আমাদের থেকে কোথাও-কোথাও বিক্ষিপ্ত ভাবে হয়েছে। গান কে গাইল সেটা কথা নয়। কিন্তু গানের কী উদ্দেশ্য সেইটাই বড় কথা। তবে আমি বারণ করেছি।” তৃণমূল নেতা সন্দীপ বিশ্বাস বলেন, “বাবুল সুপ্রিয়ো যখন বিজেপি করতেন তখন এই গান গাইলেন। আর এখন বিজেপি নতুন করে কোনও কোনও গায়ক পাচ্ছেন না। সেই কারণে বাম-বিজেপি-কংগ্রেস সকলেই এই গান বাজাচ্ছেন। গানটি এক সুরে বেঁধেছে।”