Chopra: জেসিবি নয়, চোপড়া কাণ্ডে নির্যাতিতা FIR দায়ের করলেন সেলিম-মালব্যের বিরুদ্ধে!
Chopra: এমনকি জেসিবি গ্রেফতারির পরও TV9 বাংলার ক্যামেরার সামনে মুখ খুলেছিলেন নির্যাতিতর মা। তিনি বলেন, "যে ভিডিয়োটা করেছে, তার আমি শাস্তি চাই। ভাইরাল করে আমার ধর্মটা নষ্ট করেছে।" ঘটনার পর থেকে তিনি এতটাই ভয়ে কুঁকড়ে রয়েছেন, তাঁকে প্রশ্ন করা হয় যে তাঁর ছেলেকে মেরেছেন, তাঁর শাস্তি চান না? তিনি বলেছিলেন, "না তাঁকে আমি চিনি না। না না আমি ওকে চিনিই না। যে ভাইরাল করেছে, তাকেই আমি চাই।"
এমনকি জেসিবি গ্রেফতারির পরও TV9 বাংলার ক্যামেরার সামনে মুখ খুলেছিলেন নির্যাতিতর মা। তিনি বলেন, “যে ভিডিয়োটা করেছে, তার আমি শাস্তি চাই। ভাইরাল করে আমার ধর্মটা নষ্ট করেছে।” ঘটনার পর থেকে তিনি এতটাই ভয়ে কুঁকড়ে রয়েছেন, তাঁকে প্রশ্ন করা হয় যে তাঁর ছেলেকে মেরেছেন, তাঁর শাস্তি চান না? তিনি বলেছিলেন, “না তাঁকে আমি চিনি না। না না আমি ওকে চিনিই না। যে ভাইরাল করেছে, তাকেই আমি চাই।”
এই ঘটনার পর মহিলার এই এফআইআর-এ স্বাভাবিকভাবেই হাজারও প্রশ্ন তুলে দিয়েছে। যদিও এ প্রসঙ্গে তৃণমূল নেতা শান্তনু সেন বলেন, “জেসিবি-র কাজ কোনওভাবেই দল বা সরকার সমর্থন করে না। তাই সে গ্রেফতার হয়েছে। মহিলা নির্যাতনের ভিডিয়ো ভাইরাল করে যারা উল্লাসিত হয়েছেন, তাঁদের বিরুদ্ধে এবার মামলা হয়েছে।”
প্রসঙ্গত, গত মাসের ৩০ তারিখ, রবিবার দুপুরে একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। যা শোরগোল ফেলে দেয় বাংলায়।একটি ভিডিয়ো ভাইরাল হয়। (যে ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা) তাতে দেখা যায়, জেসিবি এক ছড়া লাঠি নিয়ে এক যুগলকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেছেন। তালিবানি কায়দায় মারধরের সেই ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় গোটা বাংলা। আঁচ পড়ে জাতীয় স্তরেও। রাতে গ্রেফতার হন জেসিবি।