AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chandrayaan 3: করেছেন চন্দ্রযানের ক্যামেরার ডিজাইন, যাদবপুরের অনুজের সাফল্যে উচ্ছ্বসিত পরিবার

Chandrayaan 3: কয়েকদিন আগেই ব্যর্থ হয় রাশিয়ার চন্দ্র মিশন। চাঁদে অবতরণের আগের মুহূর্তেই চন্দ্রপৃষ্ঠে আছড়ে পড়ে লুনা-২৫। তারপর থেকে চিন্তা বেড়েছিল ভারতেরও।

Chandrayaan 3: করেছেন চন্দ্রযানের ক্যামেরার ডিজাইন, যাদবপুরের অনুজের সাফল্যে উচ্ছ্বসিত পরিবার
উচ্ছ্বসিত অনুজ নন্দীর পরিবারImage Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Aug 23, 2023 | 9:44 PM
Share

ইসলামপুর: প্রথমবর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যুর পরেই বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্য়ালয় (Jadavpur University)। উঠেছে ব়্যাগিংয়ের অভিযোগ। তার রেশ ধরেই যাদবপুরের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন সমাজের একাংশের মানুষ। ঘটনায় মার্ক্সবাদীদের দুষেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে ইতিমধ্যেই চাঁদের মাটি ছুঁয়ে নতুন রেকর্ড করে ফেলেছে ভারত। সফল হয়েছে চন্দ্রযান-৩ এর অবতরণ। এই সাফল্যেই এবার জুড়ে গেল যাদবপুরের নাম।

সূত্রের খবর, বেশ কয়েকজন বাঙালি কাজ করেছেন এই মিশনে। রয়েছেন উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাসিন্দা অনুজ নন্দী। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক। চন্দ্রযানের ক্যামেরার ডিজাইনিংয়ের কাজ করেছেন তিনি। রয়েছেন বীরভূমের মল্লারপুরের বাসিন্দা বিজয় কুমার পাল। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়রিং বিভাগের প্রাক্তনী। চন্দ্রযানের সফল অবতরণের পর ছেলের সাফল্যে উচ্ছ্বসিত অনুজ নন্দীর পরিবার। আনন্দে ফেটে পড়েছেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভার আশ্রম পাড়ার পাড়ার বাসিন্দারা। এখানেই থাকেন অনুজ নন্দী।

সূত্রের খবর, অনুজ নন্দী এই চন্দ্রযান-৩-র ছবি পাঠানোর কারিগরির দায়িত্বে ছিলেন। এদিকে কয়েকদিন আগেই ব্যর্থ হয় রাশিয়ার চন্দ্র মিশন। চাঁদে অবতরণের আগের মুহূর্তেই চন্দ্রপৃষ্ঠে আছড়ে পড়ে লুনা-২৫। তারপর থেকে চিন্তা বেড়েছিল ভারতেরও। গোটা দেশের মতোই চিন্তায় ছিলেন অনুজের পরিবারের সদস্যরাও। চন্দ্রযান-৩ লাইভ শুরু হতেই সকলের চোখ আটকায় টিভি-র পর্দায়। সফল অবতরণের সঙ্গে সঙ্গে আনন্দে ফেটে পড়েন সকলে। অনুজ, বিজয়ের সাফল্যে উচ্ছ্বসিত যাদবপুরও।

ছেলের সাফল্যে গর্বিত অনুজের মা। বলছেন, “আমি খুবই খুশি। খুবই ভাল লাগছে। গত ১৫-২০ দিন ওর সঙ্গে কথা হয়নি। কিন্তু, জানি ও কাজে ব্যস্ত। সে কারণেই সময় পায়নি। আজ তো টিভিতে সবটা দেখলাম। ওর সাফল্য় দেখে খুবই ভাল লাগছে।” উচ্ছ্বসিত পাড়া প্রতিবেশীরাও। এক প্রতিবেশী বলছেন, “একটা সাধারণ ঘরের ছেলে যে এত সাফল্য পাবে তা ভাবতে পারিনি। অনুজ যা করে দেখিয়েছে তাতে আমরা খুবই গর্বিত। আমরা যে কতটা আনন্দিত তা ভাষায় প্রকাশ করতে পারব না।”