North Dinajpur: একটা অদ্ভুত শব্দ শুনে ঘরে যান, ফাঁকা বাড়িতে বউমাকে দেখে থ্ বনে গেলেন ভাসুর!
North Dinajpur: খানিক বাদেই মৃত্যু হয় মহিলার। ওই মহিলাকে মুখে গায়ে একাধিক গভীর ক্ষত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণ ছিল তার থেকে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কেউ ধারাল অস্ত্র দিয়ে খুন করেছে।
উত্তর দিনাজপুর: মধ্যরাতে হঠাৎই গোঙানির শব্দ শুনতে পেয়েছিলেন। ঘরে বিধবা জ্যেঠিমা একাই থাকেন, তার কোনও বিপদ হল কিনা জানতে দৌড়ে যান ভাসুরপো। যান অন্যান্য পরিবারের সদস্যরাও। গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় বাড়ির বারান্দাতেই পড়ে রয়েছে জ্যেঠিমা। যেটা দেখে স্তম্ভিত হয়ে যান পরিবারের সদস্যরা। এক বিধবা মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার তড়িয়াল গ্রাম পঞ্চায়েতের লতিপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম বাবনি দাস (৫৫)।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বাবনির স্বামীর মৃত্যু হয়েছে বেশ কয়েক বছর আগেই। ওই মহিলা বাড়িতে একাই থাকতেন। বুধবার গভীর রাতে তাঁর আর্তনাদ শুনতে পান ভাসুর ও তাঁর ছেলে। পরিবারের লোকেরা গিয়ে তাঁকে বাড়ির বারান্দায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে থাকতে দেখেন।
খানিক বাদেই মৃত্যু হয় মহিলার। ওই মহিলাকে মুখে গায়ে একাধিক গভীর ক্ষত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণ ছিল তার থেকে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কেউ ধারাল অস্ত্র দিয়ে খুন করেছে।
প্রতিবেশীরা জানার চেষ্টা করেছিলেন, কে এই কাজ করছে? কিছু বলতে চেয়েছিলেন ওই মহিলা। কিন্তু তার আগেই তাঁর মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছন চাকুলিয়া থানার আইসি-সহ ইসলামপুর পুলিশ, জেলার মহকুমা পুলিশ আধিকারিকও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে, আদৌ মহিলার সঙ্গে কারোর কোনও শত্রুতা ছিল নাকি নেহাতই লুঠে বাধা পেয়ে খুন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।