North Dinajpur: হবু জামাই পণ চান, অগ্রিম তা দিয়েও দেন, তারপরও বিয়ের আগেই মেয়েকে যে অবস্থায় দেখলেন বাবা!
North Dinajpur: নার্গিস পারভিন নামে ওই যুবতীর এলাকার এক যুবকের সঙ্গে প্রেম ছিল। পরিবারের লোকেরা জানতে পেরে বিয়ের জন্য রাজিও হয়। সেই মোতাবেক বর পণ হিসেবে বেশ মোটা অঙ্কের টাকা দাবি করে বলে অভিযোগ।

উত্তর দিনাজপুর: চা বাগান থেকে এক যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য উত্তর দিনাজপুরের চোপড়ায়। তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনায় দোষিদের শাস্তির দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এলাকাবাসীর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নার্গিস পারভিন নামে ওই যুবতীর এলাকার এক যুবকের সঙ্গে প্রেম ছিল। পরিবারের লোকেরা জানতে পেরে বিয়ের জন্য রাজিও হয়। সেই মোতাবেক বর পণ হিসেবে বেশ মোটা অঙ্কের টাকা দাবি করে বলে অভিযোগ। সেই মোতাবেক যুবতীর বাবা অগ্রিম কয়েক লক্ষ টাকা দিয়েও দেন। কিন্তু আচমকাই রবিবার বিকাল থেকে নিখোঁজ হয়ে যান ওই যুবতী।
এরপর রবিবার রাতেই চোপড়ার লক্ষ্মীপুর এলাকায় একটি চা বাগানের ভেতর থেকে তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তাঁকে তার প্রেমিক-সহ ওই যুবকের পরিবার খুন করেছে বলে চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার বাবা। অন্যদিকে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সোমবার লক্ষ্মীপুর বাজার এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবিতে সরব হয়েছেন তাঁরা।

