উত্তর দিনাজপুর: মুখে তৃনমূল কংগ্রেসের ফ্ল্যাগ বাঁধা অবস্থায় এক প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য। রায়গঞ্জের ৯ নম্বর গৌরি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বিষ্ণুপুরের ঘটনা। মৃতের নাম দেবেশ বর্মন(৫২)। তিনি গৌরি গ্রাম পঞ্চায়েতের সিপিএমের পঞ্চায়েত সদস্য ছিলেন। পরবর্তীতে কংগ্রেসে যোগদান করেন বলে জানা গিয়েছে।
পরিবারের দাবি, সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন ওই ব্যাক্তি। মঙ্গলবার ভোরে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে জনবসতিপূর্ণ এলাকায় একটি মেঠো রাস্তার ধারে আমগাছে ঝুলন্ত তাঁর দেহ দেখতে পাওয়া যায়। এমনকি তাঁর বাড়ি যাওয়ার অন্য একটি রাস্তায় তাঁর সাইকেলও উদ্ধার হয়।
দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় আমগাছে ঝুলছিল দেহটি। স্থানীয় বাসিন্দা ও তাঁর পরিবারের দাবি, দেবেশকে খুন করে চোখে ধূলো দেওয়ার জন্য আমগাছে ফাঁস লাগিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তৃনমূলকে বদনাম করার জন্য দুস্কৃতীরা একাজ করে থাকতে পারে বলে অভিযোগ।
যদিও খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে তদন্ত শুরু করেছে। এ প্রসঙ্গে পঞ্চায়েত প্রধানের স্বামী রাঙ্গু মণ্ডল বলেন, “স্পষ্ট বোঝা যাচ্ছে এটা খুন। কারণ দড়ি বাঁধা ছিল না, কেবল প্যাঁচানো ছিল। কেউ আত্মহত্যা করলে গলায় দড়িতে ফাঁস দেবে। এক্ষেত্রে তেমনটা হয়নি।”
মৃতের ছেলে বিদ্রোহী বর্মন বলেন, “চায়ের দোকান থেকে ফিরছিল বলে শেষ শুনেছি। কিন্তু রাতে আর ফেরেনি। বাড়ির সামনেই রাস্তার পাশে সাইকেল পড়েছিল।” আরও পড়ুন: ‘ভেবেছিলাম ইয়ার্কি মারছে, হঠ্ করে পকেট থেকে ছুরি বার করে সৌম্যর পেটে ঢুকিয়ে দিল ও…’