AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

North Dinajpur: উত্তর দিনাজপুরের একাধিক পুরসভায় রদ বদলের সম্ভাবনা

North Dinajpur: কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা রামনিবাস সাহা বলেন, "আমার কাছে কোনও খবর নেই।" একই কথা বলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল। তাঁরও বক্তব্য, "পদত্যাগের বিষয়ে আমার কিছু জানা নেই। "

North Dinajpur: উত্তর দিনাজপুরের একাধিক পুরসভায় রদ বদলের সম্ভাবনা
কানহাইয়ালাল আগরওয়ালImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 30, 2025 | 3:29 PM
Share

উত্তর দিনাজপুর: SIR ঘোষণার পর উত্তর দিনাজপুরের একাধিক পুরসভায় রদ বদলের সম্ভাবনা! রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ডালখোলা পুরসভায় প্রশাসক ও চেয়ারম্যান বদলের সম্ভাবনা। রায়গঞ্জের প্রশাসক মন্ডলীর বোর্ডকে ভেঙে দেওয়া হচ্ছে এবং ডালখোলা ও ইসলামপুর পুরসভার চেয়ারম্যানদের পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। যদিও এই বিষয়ে কোনও নির্দেশ মেলেনি বলেই দাবি করেছেন কালিয়াগঞ্জের পুরপ্রধান রাম নিবাস সাহা এবং তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।

কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা রামনিবাস সাহা বলেন, “আমার কাছে কোনও খবর নেই।” একই কথা বলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল। তাঁরও বক্তব্য, “পদত্যাগের বিষয়ে আমার কিছু জানা নেই। ”

উল্লেখ্য, SIR আবহেই উত্তর দিনাজপুরে জেলা জুড়ে আমলাদেরও রদবদল হয়। বদলি হন রায়গঞ্জের মহকুশা শাসক ও বিডিও। রায়গঞ্জের নতুন মহকুমা শাসক হলেন তন্ময় বন্দ্যোপাধ্যায়। কিংশুক মাইতিকে তুফানগঞ্জের মহকুমা শাসক হিসাবে পাঠানো হয়েছে। তন্ময় বন্দ্যোপাধ্যায় এর আগে শান্তিনিকেতন উন্নয়ন বিভাগের এক্সিকিউটিভ অফিসার। ইসলামপুরের মহকুমা শাসক প্রিয়া যাদব বদলি হয়েছেন কার্শিয়াঙে। তার বদলে মহকুমা শাসক হলেন অঙ্কিতা আগরওয়াল। সৌমেন মণ্ডলের বদলে চোপড়ার বিডিও হন সৌরভ মাঝি।