North Dinajpur: জমি নিয়ে পারিবারিক বিবাদ সামলাতে লাঠিচার্জ করতে হল পুলিশকে
North Dinajpur: মহম্মদ আলম ও তাঁর ভাই মহম্মদ মেশারুলের মধ্যে পৈতৃক জমিতে বাড়ি তৈরি নিয়ে বিবাদ চলছিল। বুধবার সকালে মহম্মদ আলম বাড়ি তৈরি করতে গেলে মেশারুলের লোকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে বলে অভিযোগ। চলে ভাঙচুর, জ্বালিয়ে দেওয়া হয় দুটি মোটর বাইক।
উত্তর দিনাজপুর: পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষ। বাড়ি ঘরে ভাঙচুর, দুটি বাইকে আগুন লাগানোর ঘটনায় ব্যাপক উত্তেজনা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জ-১ গ্রাম পঞ্চায়েতের ফকির ডাঙি এলাকায়। ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন। আহতরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইসলামপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে লাঠিচার্জ করতে হয়।
জানা গিয়েছে, মহম্মদ আলম ও তাঁর ভাই মহম্মদ মেশারুলের মধ্যে পৈতৃক জমিতে বাড়ি তৈরি নিয়ে বিবাদ চলছিল। বুধবার সকালে মহম্মদ আলম বাড়ি তৈরি করতে গেলে মেশারুলের লোকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে বলে অভিযোগ। চলে ভাঙচুর, জ্বালিয়ে দেওয়া হয় দুটি মোটর বাইক।
এই ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন জখম হয়। ঘটনায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের ইন্ধনের অভিযোগ তোলেন একপক্ষ। যদিও পুরোপুরি এই ঘটনা পারিবারিক বিবাদেরই জের বলে স্থানীয় পঞ্চায়েত সদস্য দাবি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার বিশাল বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করে।