Pujoy Pulse: ‘পুজো জমে যাবে এবার’, পালস গোলমোলের স্বাদে মজে রায়গঞ্জবাসী

Pujoy Pulse 2025: উত্তর দিনাজপুর জেলায় পৌঁছে গিয়েছিল পুজোয় পালসের ট্য়াবলো। রায়গঞ্জের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াল সেই ট্যাবলো।  ইটাহার বাস স্ট্যান্ড ও রায়গঞ্জ কলেজের সামনে দিনভর ছিল ট্যাবলো। পথচলতি সাধারণ মানুষ সেই ট্যাবলো থেকে চেখে দেখেন পালস ক্যান্ডি।

Pujoy Pulse: পুজো জমে যাবে এবার, পালস গোলমোলের স্বাদে মজে রায়গঞ্জবাসী
পুজোয় পালসImage Credit source: TV9 বাংলা

|

Sep 19, 2025 | 10:34 AM

রায়গঞ্জ: শুরু হয়ে গিয়েছে পুজোয় পালসের তৃতীয় সিজনের যাত্রা। পালস গোলমোলের নতুন স্বাদ নিয়ে জেলায় জেলায় পৌঁছে যাচ্ছে ক্যান্টর। সেখানে লোকজনেরা অংশ নিচ্ছেন বিভিন্ন গেমে। খেয়ে দেখছেন পালসের নতুন ক্যান্ডি। কেমন লাগছে সেই স্বাদ?

উত্তর দিনাজপুর জেলায় পৌঁছে গিয়েছিল পুজোয় পালসের ট্য়াবলো। রায়গঞ্জের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াল সেই ট্যাবলো।  ইটাহার বাস স্ট্যান্ড ও রায়গঞ্জ কলেজের সামনে দিনভর ছিল ট্যাবলো। পথচলতি সাধারণ মানুষ সেই ট্যাবলো থেকে চেখে দেখেন পালস ক্যান্ডি। বলেন, এর স্বাদ দুর্দান্ত। বেশ টক-মিষ্টি একটা স্বাদ, আগে খাইনি।

ছোটরাও দারুণ খুশি এই পালস ক্যান্ডির নতুন স্বাদে। তাদের একটা ক্যান্ডিতে মন ভরছে না। চাইছে আরও। দুর্গাপুজোয় ঠাকুর দেখতে বেরিয়েও পকেটে রাখবে পালস ক্যান্ডি, এমনটাই বলছে তারা।

পুজোয় পালসের ট্যাবলোতে রয়েছে হুইলও। সেই হুইল ঘোরালেই মিলছে উপহার। তা নিয়েও উচ্ছ্বসিত সবাই।  টিভি৯ বাংলা ও পালস ক্যান্ডির উদ্যোগকে সাধুবাদ জানিয়ে একজন বললেন, “এই উদ্যোগটা খুব ভাল”।

পুজোয় পালসের এবারের থিম গোল কা মোল, গোলের মূল্য। রাজ্যের কোণায় কোণায় পৌঁছে যাচ্ছে পুজোয় পালসের ট্যাবলো। আর সেই ট্যাবলো যেখানেই যাচ্ছে, সেখানে মানুষের উন্মাদনা চোখে পড়ছে।