AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Raiganj: জমি বিবাদ, এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ

Raiganj: দিল মহম্মদ ও লাল মিঞার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল। চলতি মাসের গত ১৮ তারিখে বাড়ির সীমানার পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে এই ঝামেলার সূত্রপাত। দিন যত এগোতে থাকে, বিবাদ চরমে ওঠে। অভিযোগ, সম্প্রতি অশান্তি চলাকালীন বাঁশ-লাঠি নিয়ে দুপক্ষ হামলা চালায়। চলে ইটবৃষ্টিও।

Raiganj: জমি বিবাদ, এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ
ঘটনার মুহূর্তের দৃশ্যImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 27, 2025 | 1:34 PM
Share

রায়গঞ্জ: জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ। এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার গোয়াবাড়ি চেইনপুর এলাকার। মারধরের সময়ের একটি ভিডিয়ো সামনে এসেছে।

জানা গিয়েছে, দিল মহম্মদ ও লাল মিঞার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল। চলতি মাসের গত ১৮ তারিখে বাড়ির সীমানার পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে এই ঝামেলার সূত্রপাত। দিন যত এগোতে থাকে, বিবাদ চরমে ওঠে। অভিযোগ, সম্প্রতি অশান্তি চলাকালীন বাঁশ-লাঠি নিয়ে দুপক্ষ হামলা চালায়। চলে ইটবৃষ্টিও।

অভিযোগ, লাল মিঞা ও তাঁর পরিবারের সদস্যরা বাঁশ লাঠি নিয়ে দিল মহম্মদ পরিবারের ওপর হামলা চালায়। বাড়িতে দিল মহম্মদের ছেলে আনোয়ারুল হককে একা পেয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই গুরুতরভাবে আহত হন আনোয়ারুল হক। তাঁকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া চিকিৎসার জন্য। তাঁর অবস্থার অবনতি হওয়ায় ইসলামপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা তাঁকে শিলিগুড়িতে স্থানান্তরিত করে।

রবিবার সন্ধ্যায় শিলিগুড়ির এক নার্সিং হোমে মৃত্যু হয় আনোয়ারুলের। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পলাতক অভিযুক্তরা। অন্যদিকে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ গোয়ালপোখর থানার পুলিশ।