Murder: করণদিঘিতে মহিলার গলাকাটা দেহ উদ্ধার! পরিচয় ঘিরে ধন্দ, তদন্তে পুলিশ
Murder: এলাকাতেই রয়েছে একটি ভুট্টা ক্ষেত। পাশে রয়েছে একটি ফাঁকা জমি। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন সেখানেই পড়েছিল দেহটি। কিন্তু, কে বা কারা দেহটি ফেলে গিয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

করণদিঘি: মহিলার গলাকাটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকে। এদিন ভুলকি ও সোনাপুর মধ্যবর্তী এলাকায় শনিবার সকালে এক মহিলার গলাকাটা দেহ উদ্ধার হয়। খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। এলাকার বাসিন্দারাই প্রথম দেহটি দেখতে পান। তাঁরাই খবর দেন পুলিশে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
এলাকাতেই রয়েছে একটি ভুট্টা ক্ষেত। পাশে রয়েছে একটি ফাঁকা জমি। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন সেখানেই পড়েছিল দেহটি। কিন্তু, কে বা কারা দেহটি ফেলে গিয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। স্থানীয়রা কেউ মহিলার পরিচয় সম্পর্কে কিছু জানাতে পারেনি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধারাল অস্ত্র দিয়ে কাটা হয়েছে মহিলার গলা। তবে ওই জমিতেই তাঁকে খুন করা হয়েছে নাকি অন্য কোনও জায়গায় খুনের পর ওখানে ফেলে রাখা হয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই উত্তর ২৪ পরগনার আমডাঙাতে এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। পরনে ছিল না কোনও জামা-কাপড়। তাই খুনের আগে তাঁর উপর শারীরিক নির্যাতন চলেছিল কিনা তা বেড়েছিল চাপানউতোর। তদন্তে নামে পুলিশ।





