Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বহিরাগত’ প্রার্থী বদলের দাবি অব্যাহত, এবার চাকুলিয়ায় বিক্ষোভ তৃণমূলের

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, ইটাহার, করনদিঘির পর এবারে চাকুলিয়া বিধানসভায় প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ স্থানীয় তৃণমূল (TMC) নেতাকর্মিদের।

'বহিরাগত' প্রার্থী বদলের দাবি অব্যাহত, এবার চাকুলিয়ায় বিক্ষোভ তৃণমূলের
তৃণমূলের প্রার্থী বদল।
Follow Us:
| Updated on: Mar 08, 2021 | 10:10 PM

উত্তর দিনাজপুর: একুশের ভোটের (West Bengal Election 2021) আগে প্রার্থী জটে জর্জরিত তৃণমূল (TMC)। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, ইটাহার, করনদিঘির পর এবারে চাকুলিয়া বিধানসভায় প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ শুরু করলেন স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা।

সোমবার সন্ধ্যায় উত্তর দিনাজপুরের গোয়ালপোখর-দুই ব্লকের চাকুলিয়া বিধানসভা (Chakulia Assembly)’র ব্লক তৃণমূল সভাপতি মহম্মদ সেতাবুদ্দিনের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে প্রার্থী বদলের ডাক দিয়ে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ কর্মীরা। ব্লক সভাপতি সেতাবুদ্দিনের দাবি, সংশ্লিষ্ট বিধানসভার প্রার্থী চয়নের জন্য জাহিদ আলম আরজু, ইকরামুল হক-সহ মোট তিনজনের নাম বিবেচনা করে তা জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের কাছে পাঠিয়েছিলেন তিনি। কিন্তু সেই তিনজনের তালিকা রাজ্য নেতৃত্ব বা তৃণমূল সুপ্রিমোর কাছে জেলা নেতৃত্ব পৌঁছেই দেওয়া হয়নি বলে খবর। তাঁদের সাফ দাবি, চাকুলিয়ার প্রার্থী হিসাবে ঘোষিত মিনাজুল অরফিন আজাদকে কোনওভাবেই মানবেন না। এমনকি তাঁদের দাবি না মানলে নির্বাচনী প্রচার করবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় নেতা-কর্মীরা।

এদিকে দলের অন্দরের ক্ষোভ প্রশমনে এদিন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল চাকুলিয়ায় কর্মীদের নিয়ে বৈঠক করেন বলে দলীয় সূত্রে খবর। কিন্তু তাতেও জট কাটেনি। স্থানীয় কাউকেই প্রার্থী করতে হবে এই দাবিতে অনড় থাকেন বিক্ষুব্ধ তৃণমুল নেতা কর্মীরা। যা নিয়ে বেজায় চাপে পড়েছে তৃণমূল জেলা নেতৃত্ব।

প্রসঙ্গত, চাকুলিয়া বিধানসভাটি প্রয়াত বাম বিধায়ক রমজান আলির ছেলে আলি ইমরান রমজ ওরফে ভিক্টরের গড় বলে পরিচিত। তিন বারের বিধায়ক ভিক্টরের ব্যাপক প্রভাব রয়েছে এলাকায়। অন্যদিকে গত বিধানসভার ব্যর্থতার লজ্জা ঢাকতে এ বার বহু আগে থেকেই ময়দানে নেমেছে তৃণমূল। গত বিধানসভা ভোটে হারলেও ‘১৯-এর লোকসভা ভোটের পারফরমেন্সের বিচারে এই বিধানসভায় কিছুটা এগিয়ে ছিল রাজ্যের শাসক দল।

আরও পড়ুন: বিজেপিতে যোগ দিলেন তনুশ্রী, সঙ্গে সোনালি, জটু, মাস্টারমশাই

এদিকে এই আসনে পাখির চোখ রেখেছে বিজেপিরও। গত বিধানসভা নির্বাচনে বিজেপিই ছিল এখানে দ্বিতীয় স্থানে। গতবারের থেকে তারা অনেকটাই শক্তি বাড়িয়েছে বলে দাবি বিজেপির। এই প্রেক্ষিতে তৃণমূলের প্রার্থী ঘোষণার পরও নেতাকর্মিদের বিক্ষোভে কার্যত দিশাহারা জেলা নেতৃত্ব।

ঘাতক ট্রাম্পই, শুল্ক 'যুদ্ধে'র কারণে শুক্রবারই রক্তাক্ত ভারতের বাজার!
ঘাতক ট্রাম্পই, শুল্ক 'যুদ্ধে'র কারণে শুক্রবারই রক্তাক্ত ভারতের বাজার!
'কীসে মঙ্গল হয় সেটা মুখ্যমন্ত্রী জানেন', চাকরিহারাদের কী আশ্বাস দিলেন
'কীসে মঙ্গল হয় সেটা মুখ্যমন্ত্রী জানেন', চাকরিহারাদের কী আশ্বাস দিলেন
কীভাবে এগোলে হারানো চাকরি ফেরত পাবে, জানালেন শুভেন্দু
কীভাবে এগোলে হারানো চাকরি ফেরত পাবে, জানালেন শুভেন্দু
'হাই হ্যালো ছোড়ো, জয়শ্রী রাম বোলো', শুভেন্দুর নতুন শ্লোগান
'হাই হ্যালো ছোড়ো, জয়শ্রী রাম বোলো', শুভেন্দুর নতুন শ্লোগান
হাতে বিরাট অর্ডার বুক, আপনাকে মালামাল করতে পারে এই সব শেয়ার!
হাতে বিরাট অর্ডার বুক, আপনাকে মালামাল করতে পারে এই সব শেয়ার!
স্মলক্যাপে বাজি হতে পারে এই সেক্টরগুলোই!
স্মলক্যাপে বাজি হতে পারে এই সেক্টরগুলোই!
জ্যাম কাটিয়ে বাসের চেয়েও কম খরচে বাইকে চেপে অফিস, সময় বাঁচাবে EV!
জ্যাম কাটিয়ে বাসের চেয়েও কম খরচে বাইকে চেপে অফিস, সময় বাঁচাবে EV!
সরকারি বেশ কয়েকটি ব্যাঙ্কের শেয়ার ধাক্কা খেলেও আজ উঠেছে পিএসইউ ব্যাঙ্ক
সরকারি বেশ কয়েকটি ব্যাঙ্কের শেয়ার ধাক্কা খেলেও আজ উঠেছে পিএসইউ ব্যাঙ্ক
ডোনাল্ড ট্রাম্পের সামনে টানা ২৫ ঘণ্টা বক্তৃতা দিলেন ইনি, বাথরুমও যাননি
ডোনাল্ড ট্রাম্পের সামনে টানা ২৫ ঘণ্টা বক্তৃতা দিলেন ইনি, বাথরুমও যাননি
এভাবে কেউ নিজের স্বামীকে মারে? স্ত্রীর কীর্তি দেখলে শিউরে উঠবেন!
এভাবে কেউ নিজের স্বামীকে মারে? স্ত্রীর কীর্তি দেখলে শিউরে উঠবেন!