বিশ্বভারতী: সঙ্গীত ভবন থেকে উধাও প্রশ্নপত্র, বাতিল একাধিক পরীক্ষা
এর আগে কস্মিনকালেও এমন ঘটনা সঙ্গীত ভবনে ঘটেনি। হতভম্ভ অধ্যক্ষ-অধ্যাপকেরা
বীরভূম: আবারও বিতর্কে বিশ্বভারতী (Visva Bharati University)। এ বার সঙ্গীত ভবন (Sangeet Vawan) থেকে উধাও হয়ে গেল প্রশ্নপত্র। যার জেরে ফলে বন্ধ রাখতে হয়েছে রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্র নৃত্য ও নাটক বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা। ফেব্রুয়ারি মাসের ১১, ১২ ও ১৩ তারিখ এই পরীক্ষা হওয়ার কথা ছিল। সাংবাদিক বৈঠক করে এ দিন পরীক্ষা বাতিলের কথা জানান সঙ্গীত ভবনের অধ্যক্ষ স্বপন কুমার ঘোষ। পাশাপাশি বিশ্বভারতী তরফের প্রশ্নপত্রের হারিয়ে যাওয়ায় শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করা হবে বলে তিনি জানিয়েছেন।
সূত্রের খবর, গত ১০ ফেব্রুয়ারি রবীন্দ্র নৃত্যের বিভাগীয় প্রধান অধ্যাপিকা সুনিতা দেবীর ঘর থেকে হারিয়ে যায় পরীক্ষার প্রশ্নপত্র। বিষয়টি জানাজানি হতেই এই বিষয়ে কী পদক্ষেপ করা হবে সেই সংক্রান্ত একটি বৈঠক করেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, পরবর্তীকালে পুনরায় এই পরীক্ষাগুলি নেওয়া হবে। সঙ্গীত ভবনের অধ্যক্ষের কথায়, এর আগে কস্মিনকালেও এই রকম ঘটনা সঙ্গীত ভবনে ঘটেনি।
আরও পড়ুন: বাংলার নির্বাচন প্রক্রিয়ায় বড় বদল, বিহার থেকে শিক্ষা নিয়েই এই পদক্ষেপ
উল্লেখ্য, সঙ্গীত ভবনের অধ্যাপিকা সুতি বন্দ্যোপাধ্যায় বিশ্বভারতীর কর্তৃপক্ষের বিরুদ্ধে হাইকোর্টে একটি মামলা রুজু করেছেন। সেই মামলা চলাকালীন সুরক্ষার কথা মাথায় রেখে সঙ্গীত ভবনে তাঁর ঘরটি সিল করে দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ। এ দিন সাংবাদিক বৈঠকে সে কথাও জানান হয়।
আরও পড়ুন: যত্রতত্র, যখন তখন প্রতিবাদের অধিকার ফলানো যায় না: সুপ্রিম কোর্ট