AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Assembly: জামা ছিঁড়ে কামড়ানোর চেষ্টা, হাতাহাতিতে ফিরহাদও! ‘লজ্জার’ ঘটনা বিধানসভায়… দেখুন ভিডিয়ো

West Bengal Assembly: ধস্তাধস্তিতে মাটিতে পড়ে যান বিধায়কও। গোটা পরিস্থিতির ভৎর্সনা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। সোমবার নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল বিধানসভা। 

West Bengal Assembly: জামা ছিঁড়ে কামড়ানোর চেষ্টা, হাতাহাতিতে ফিরহাদও! 'লজ্জার' ঘটনা বিধানসভায়... দেখুন ভিডিয়ো
বিধানসভায় তুমুল ধস্তাধস্তি
| Edited By: | Updated on: Mar 28, 2022 | 1:10 PM
Share

কলকাতা: বগটুই ইস্যুতে বিজেপি বিধায়কদের বিক্ষোভে উত্তাল বিধানসভা। মহিলা নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধাক্কাধাক্কি বিজেপি বিধায়কদের। চলল দুপক্ষের ধস্তাধস্তি, জামা ছেঁড়া, ঘুষি মারারও ঘটনা। অভিযোগ ঘিরে সরগরম বিধানসভা। ধস্তাধস্তিতে মাটিতে পড়ে যান বিধায়কও। ঝরল রক্তও। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছাল যে ডাকতে হল অ্যাম্বুলেন্সও। গোটা পরিস্থিতির ভৎর্সনা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। সোমবার নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল বিধানসভা।

সোমবার বিধানসভা শুরু হতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি প্রসঙ্গে আলোচনা চেয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে চান। বিজেপি বগটুই ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন গত কয়েকদিন ধরে। তবে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের তরফে জানিয়ে দেওয়া হয়, যে তাঁরা আইনগত দিক থেকে আলোচনা চাননি। বরং বিধানসভার কাজ বিঘ্নিত হচ্ছে তাতে। ফলে সম্ভব নয়, এই নিয়ে আলোচনা। এরপর ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। সমালোচনা করেন তৃণমূল বিধায়করা। সেসময় মন্ত্রী ফিরহাদ হাকিম বিষয়টি থামানোর চেষ্টা করেন। তখনই দুপক্ষের বিধায়কদের মধ্যে রীতিমতো মারামারি শুরু হয়ে যায়।

বিধায়ক নরহরি মাহাতো ধস্তাধস্তির মধ্যে মাটিতে পড়ে যান। বিজেপি বিধায়ক মনোজ টিগ্গার সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির মাঝে পড়েন ফিরহাদও। এমনকি মহিলা নিরাপত্তারক্ষীদের সঙ্গেও ব্যাপক ধস্তাধস্তি হয় বিজেপি বিধায়কদের। এরপর তাঁরা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে এসে বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন। দিতে থাকেন স্লোগান।

বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা বলেন, “দেখুন আমার জামা ছিঁড়ে দিয়েছে। ঘুষি মেরেছে। আমাকে কামড় দেওয়ার চেষ্টা হয়েছে। আমরা বিধানসভায় মুখ্যমন্ত্রীর বিবৃতি চেয়েছিলাম। তখনই তৃণমূল বিধায়করা আমাদের ওপর হামলা করেন। স্পিকারের সামনেই সব হয়েছে। ওঁ কিচ্ছু বলেননি।”

আজকে মূলত রুটিন বিক্ষোভ ছেড়ে বিধানসভার অন্দরে ব্যাপক ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন শাসক-বিরোধীরা। ব্যাপক মারামারি হয় তাঁদের মধ্যে। ধস্তাধস্তি হল, জামা ছেঁড়া থেকে শুরু করে ঘুষি মারা, ধস্তাধস্তিতে মাটিতে পড়ে যান বিধায়ক- নজিরবিহীন ঘটনা ঘটল বিধানসভায়।

ঠিক কী থেকে সমস্যার সূত্রপাত? বগটুই ইস্যুতে এদিনের অধিবেশনের শুরুতেই বিজেপি বিধায়করা প্ল্যাকার্ড হাতে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে ঘিরে একটি নিরাপত্তারক্ষীদের একটি বেষ্টনী তৈরি করা হয়। এই বেষ্টনীর অগ্রভাগে ছিলেন মহিলারা। এরপরই দেখা যায়, বিজেপির মহিলা বিধায়করা ওই সমস্ত মহিলা নিরাপত্তারক্ষীদের বেষ্টনী ভাঙতে তৎপর হন। তাতেই শুরু হয় কার্যত ধস্তাধস্তি।

শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বিধানসভায় পৌঁছেছে একটি অ্যাম্বুলেন্সে। অ্যাম্বুলেন্সের ভিতরে নির্মল মাজিকে দেখতে পাওয়া যায়। তৃণমূল বিধায়ক অসিত মজুমদার অসুস্থ হয়ে পড়েন বলে খবর। অ্যাম্বুলেন্সে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিনের ঘটনা প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “আমরা প্রতিদিনই বলছি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা চাই। আজও হাউজ় শুরুর আগে অধ্যক্ষ আমাকে অনুমতি দিয়েছিলেন। রামপুরহাটের ঘটনার পরই মাটিয়াতে বাচ্চা মেয়ের ধর্ষণ হয়েছে। এই নিয়ে আলোচনা হোক। অধ্যক্ষ কোনও কথা শুনতে নারাজ।”

আরও পড়ুন: রাজি হয়েও সিবিআই-এর ক্যাম্পে যেতে এখন নারাজ মিহিলাল? পিছনে কাজ করছে কার পরামর্শ?

লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে
বুধবার থেকে আবার বাড়ি বাড়ি আসবেন BLO-রা, কী করবেন এবার?
বুধবার থেকে আবার বাড়ি বাড়ি আসবেন BLO-রা, কী করবেন এবার?
কমিশন হিয়ারিংয়ে ডাকলে কী কী নথি দেখাবেন?
কমিশন হিয়ারিংয়ে ডাকলে কী কী নথি দেখাবেন?