AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাংলায় কমছে সংক্রমণ, শেষ ২৪ ঘণ্টার ১৫ জেলায় মৃত্যু হয়নি, কমছে সক্রিয় রোগীর সংখ্যাও

Corona Update: রবিবার নতুন করে রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৯৭ জন। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২০জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ২১। অন্যদিকে, রাজ্যের সক্রিয় রোগীর সংখ্যা নেমে এসেছে ১৮ হাজার ৭৮৬-তে।

বাংলায় কমছে সংক্রমণ, শেষ ২৪ ঘণ্টার ১৫ জেলায় মৃত্যু হয়নি, কমছে সক্রিয় রোগীর সংখ্যাও
অলঙ্করণ: অভীক দেবনাথ
| Edited By: | Updated on: Jul 04, 2021 | 10:15 PM
Share

কলকাতা: একদিকে যখন গোটা রাজ্যের সংক্রমণের চিত্রটা নিম্নমুখী, তবে আবার চিন্তা বাড়াচ্ছে কয়েকটি জেলার সংক্রমণ। রবিবার রাজ্যের তিন জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা দুই অঙ্ক পেরোয়নি। করোনা আক্রান্ত হয়ে একটিও মৃত্যুর ঘটনা ঘটেনি মোট ১৫ টি জেলায়।

রবিবার নতুন করে রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৯৭ জন। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২০জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ২১। অন্যদিকে, রাজ্যের সক্রিয় রোগীর সংখ্যা নেমে এসেছে ১৮ হাজার ৭৮৬-তে। রাজ্যে এই মুহূর্তে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৫৭ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় মোট ৫২ হাজার ২২৪ টি নমুনা পরীক্ষা হয়েছে। করোনা পজিটিভিটির হার কমে হয়েছে ২.৪৮ শতাংশ।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩২ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৪ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ১৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬২ জন। মৃত্যু: শনিবার-৩, রবিবার-২।

কালিম্পং– গতকাল আক্রান্ত ৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৫ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-১।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৬ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

ALL-RESULT-1-5

অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস

নদিয়া– গতকাল আক্রান্ত ৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৯ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-৩।

বীরভূম– গতকাল আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৬ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৮ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪১ জন। শনিবার-২, রবিবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৮৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬১ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৪ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৪ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৫ জন। মৃত্যু: শনিবার-২, রবিবার-২।

হুগলি– গতকাল আক্রান্ত ৬৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৫ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-১।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০৪ জন। শনিবার-৬, রবিবার-৬।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৬৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০২ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-১।

কলকাতা– গতকাল আক্রান্ত ১২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪৪ জন। মৃত্যু: শনিবার-৫, রবিবার-৩।