গাছের গুড়ি ফেলে অবরোধ বিজেপির, পাল্টা থানা ঘেরাও তৃণমূলের, জোর কাজিয়ায় উত্তপ্ত পেটুয়াঘাট

অধিকারীদের খাস তালুক কাঁথিতে জোড়া ফুলের মাটি শক্ত করতে বিনা লড়াইয়ে সূচগ্র মেদিনী ছাড়তে নারাজ তৃণমূল। কাঁথি থানার নতুন দায়িত্ব প্রাপ্ত আই সি কে চাপে রাখতেই তাই এই কৌশল।

গাছের গুড়ি ফেলে অবরোধ বিজেপির, পাল্টা থানা ঘেরাও তৃণমূলের, জোর কাজিয়ায় উত্তপ্ত পেটুয়াঘাট
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Jan 21, 2021 | 7:47 PM

পূর্ব মেদিনীপুর : ভোটে গরম বাংলায় উত্তপ্ত পেটুয়াঘাট। বুধবার বিজেপি(BJP) কর্মীর উপর হামলা, দলীয় পতাকা ও ফেস্টুন ছেঁড়ার প্রতিবাদে সমর্থকেরা পেটুয়াঘাট থেকে কাঁথি যাওয়ার রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করে। ফলে সাময়িকভাবে বন্ধ থাকে যান চলাচল। আটকে যায় পণ্যবাহী গাড়িও। পেটুয়াঘাট থেকে আসা মাছের গাড়ি আটকে মাছ নষ্ট হওয়ায় বিজেপির (BJP) পাল্টা প্রতিবাদে পথে নামে স্থানীয় তৃণমূল(TMC) নেতৃত্ব। বৃহস্পতিবার সকালে মৎসজীবীদের সঙ্গে নিয়ে চলে কাঁথির থানা ঘেরাও কর্মসূচি।

আরও পড়ুন : ‘হাফ লাখে হারাবে না, হারবে’,মমতা-শুভেন্দু টক্করে নয়া চ্যালেঞ্জ নন্দীগ্রামের আরেক সেনানীর

স্থানীয় তৃণমূল(TMC) নেতা তরুণ জানার অভিযোগ, গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করায় মাছবাহী গাড়ি আটকে যায়। প্রায় লাখ টাকার মাছ নষ্ট হয়। তাই দোষীদের যোগ্য শাস্তির দাবিতে তাঁরা থানা ঘেরাও কর্মসূচি শুরু করেন। বিজেপির পাল্টা অভিযোগ, তৃণমূলের একদল দুষ্কৃতী উত্তেজনা ছড়াতেই তাদের দলীয় পতাকা ছিঁড়েছে ও কর্মীদের উপর হামলা করেছে। যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছে তৃণমূল।

আরও পড়ুন :  যোগ করেও হাওড়া থেকে বালিকে বিয়োগ করল নবান্ন

বৃহস্পতিবার সকালে মৎসজীবীদের পক্ষে সকাল এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত থানার সামনে শান্তিপূর্ণ অবস্থান করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়ার আশ্বাস পেতেই উঠে যায় ঘেরাও।

আরও পড়ুন : আমিই ‘কিং মেকার’! ‘ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট’ গঠন করে ফের হুঙ্কার আব্বাস সিদ্দিকির

ওয়াকিবহাল মহলের মতে, অধিকারীদের খাস তালুক কাঁথিতে জোড়া ফুলের মাটি শক্ত করতে বিনা লড়াইয়ে সূচগ্র মেদিনী ছাড়তে নারাজ তৃণমূল। কাঁথি থানার নতুন দায়িত্ব প্রাপ্ত আই সি কে চাপে রাখতেই তাই এই কৌশল। এদিনের থানা ঘেরাও কর্মসূচিতে অংশ গ্রহণ করেন, তরুণ জানা, উত্তম বারিক, মামুদ হোসেন, সহ স্থানীয় তৃণমূল নেতারা।