West Bengal Election 2021 Opinion Poll LIVE: আপনার কেন্দ্রে কোন দলের প্রার্থী কেমন? কী বলছেন জনগণ?

ঋদ্ধীশ দত্ত |

Mar 24, 2021 | 7:06 PM

আপনার বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী নিয়ে আপনি কতটা সন্তুষ্ট? এই সমীক্ষাতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে আমাদের হাতে। যার দ্বারা কিছুটা হলেও বোঝা সম্ভব, কী ভাবছেন ভোটাররা?

West Bengal Election 2021 Opinion Poll LIVE: আপনার কেন্দ্রে কোন দলের প্রার্থী কেমন? কী বলছেন জনগণ?
অলংকরণ- অভীক দেবনাথ

Follow Us

কলকাতা: বাংলায় একুশের বিধানসভা নির্বাচনকে (West Bengal Assembly Election 2021) ঘিরে গোটা দেশের রাজনৈতিক পারদ উঠেছে সপ্তমে। মাঝে আর মাত্র দু’দিন সময়। তারপরই প্রথম দফার ভোটগ্রহণ শুরু হবে। নির্বাচনী প্রক্রিয়া শুরুর একেবারে দোরগোড়ায় এসে বাংলার মুড বোঝার জন্য ফের আরেকবার রাজ্যজুড়ে সমীক্ষা চালাল TV9 বাংলা ও পোলস্ট্র্যাট। ১০ হাজার মানুষের মধ্যে এই সমীক্ষা চালিয়ে বাংলার মুড বোঝার চেষ্টা করা হয়েছে।

বিগত এক সপ্তাহে রাজ্যের রাজনৈতিক আবহাওয়ার কতটা বদল হল সেটা বোঝার জন্য এক সপ্তাহের ব্যবধানে ফের একবার সমীক্ষা চালানো হয়। যেখানে একাধিক প্রশ্ন ভোটদাতাদের সামনে তুলে ধরা হয়। গত ১৯ মার্চ প্রথম ওপিনিয়ন প্রকাশ্যে আনে TV9 বাংলা। এ বার সামনে আনা হচ্ছে দ্বিতীয় দফার ওপিনিয়ন পোল। অন্যান্য প্রশ্নের পাশাপাশি সেখান জানতে চাওয়া হয়েছিল, আপনার বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী নিয়ে আপনি কতটা সন্তুষ্ট? এই সমীক্ষাতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে আমাদের হাতে। যার দ্বারা কিছুটা হলেও বোঝা সম্ভব, কী ভাবছেন ভোটাররা?

তবে আবারও মনে করিয়ে দেওয়া দরকার। এই সমীক্ষায় কেবলই একটা আভাস বা অনুমান পাওয়া যাবে যে আসন্ন বিধানসভা ভোটের ফলাফল কেমন হতে পারে। তবে এটাই যে হতে চলেছে তা কখনই বলা যাবে না। কেননা, বর্তমান রাজনৈতিক আবহাওয়ার উপর নির্ভর করে এই ওপিনিয়ন পোল TV9 বাংলা প্রকাশ করতে চলেছে। রাজ্যে আট দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে পরিবেশ-পরিস্থিতি যে কোনও সময় বদলে যেতে পারে। এর সঙ্গে বাস্তবের ফলাফলের ফারাক তিন থেকে চার শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল, আপনি কি নিজের বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীকে ভাল বলে মনে করেন?

আরও পড়ুন: শুভেন্দুই বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ, জল্পনা উস্কে দিলেন শিশির অধিকারী

এই প্রশ্নের উত্তরে সমীক্ষায় অংশগ্রহণকারী ৪২.৩ শতাংশ মানুষ জানিয়েছেন, নিজের এলাকার তৃণমূল প্রার্থী নিয়ে তাঁরা সন্তুষ্ট। তৃণমূল প্রার্থীকে দেখে খুশি নন ৩৪.৩ শতাংশ। অন্যদিকে বলতে পারছেন না ২৩.৪ শতাংশ।

বিজেপি প্রার্থীদের নিয়েও একই প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল জনগণের কাছে। উত্তরে ৪১.৫ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁরা বিজেপি প্রার্থীকে দেখে খুশি। বিজেপি প্রার্থীকে দেখে ভাল লাগেনি ৩৩.৪ শতাংশ মানুষের। প্রশ্নের জবাব দিতে পারছেন না ৩৩.১ শতাংশ মানুষ।

বিধানসভা ভোটে বাম-কংগ্রেস ও আইএসএফ জোট কিংমেকার হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ। সংযুক্ত মোর্চা থেকে সেই মতো প্রার্থীদের দেওয়া হয়েছে নানা বিধানসভা কেন্দ্রে। জোটের প্রার্থীদের দেখে খুশি হয়েছেন ৩৩.৬ শতাংশ মানুষ। সন্তুষ্ট নন ৩৩.৩ শতাংশ। অন্যদিকে, বলতে পারবেন না বলে জানিয়েছেন ৩৩.১ শতাংশ।

আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রী হবেন বাংলারই ভূমিপুত্র’, শিশির- শুভেন্দুকে পাশে নিয়ে আশ্বাস মোদীর

 

Next Article