ঘরে ঢুকে বৃদ্ধার কান ছিঁড়ে আড়াই ভরি সোনার গয়না লুঠ ২ দুষ্কৃতীর
আক্রান্ত বৃদ্ধা গীতা সাহার ছেলে অপূর্ব সাহা জানিয়েছেন তাঁর মায়ের কানে ও গলায় মিলিয়ে প্রায় আড়াই ভরির গয়না ছিল। শুধু তাই নয়, এই ধরনের ছিনতাই ক্রমাগত হয়েই চলেছে এলাকায় এমনটাই অভিযোগ স্থানীয়দের
মালদা: দিনের বেলায় বাড়িতে ঢুকে সোনার গয়না ছিনতাই করল দুষ্কৃতীরা(Mischief)। তাদের দৌরাত্ম্যে কাটা গেল ষাটোর্ধ্ব মহিলার কান। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শিবরামপল্লী এলাকায়।
বুধবার নিজের বাড়িতে একাই ছিলেন শিবরামপল্লীর বাসিন্দা গীতা সাহা। তাঁর পরিবার জানাচ্ছে, ঘরের দরজা ভেঙে হঠাৎই ঢোকে দুষ্কৃতীরা(Mischief)। বৃদ্ধার কান থেকে সোনার দুল ও গলা থেকে হার ছিনিয়ে নেয়। ছিঁড়ে যায় বৃদ্ধার কানের লতি। আক্রান্ত বৃদ্ধার চিৎকারে আশেপাশের মানুষ ছুটে আসেন। ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা।
আরও পড়ুন : জেপি নাড্ডার টার্গেট মালদা, তৃণমূলের হেভিওয়েটদের দলে টেনে জেলা পরিষদ দখলের চেষ্টা
আক্রান্ত বৃদ্ধা গীতা সাহার ছেলে অপূর্ব সাহা জানিয়েছেন তাঁর মায়ের কানে ও গলায় মিলিয়ে প্রায় আড়াই ভরির গয়না ছিল। শুধু তাই নয়, এই ধরনের ছিনতাই ক্রমাগত হয়েই চলেছে এলাকায় এমনটাই অভিযোগ স্থানীয়দের। তাঁদের অভিযোগ, মাদক সেবনে টাকা জোগাতে একদল ছিনতাইবাজের আমদানি হয়েছে এলাকায়। সাইকেল চুরি থেকে শুরু করে মোবাইল চুরি-সহ নানা ঘটনা ঘটিয়ে চলেছে এই দলটি। রীতিমতো আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।
আরও পড়ুন : ছোট্ট মেয়েটিকে স্কুল ঘরে ডাকে ‘দাদা’, প্রথম শ্রেণির ছাত্রীর কথায় ফুঁসছে গোটা গ্রাম!
পুলিশ সূত্রের খবর, বেলা দশটা নাগাদ গীতা সাহার বাড়িতে হামলা চালায় দুই দুষ্কৃতী(Mischief)। এর মধ্যে একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। খোঁজ চলছে অন্যজনের। যদিও, ছিনতাই হওয়া সোনার গয়না এখনও উদ্ধার হয়নি। আক্রান্ত বৃ্দ্ধাকে মৌলপুর স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।