
প্রার্থীর বাড়িতে হামলা, ভাঙচুর, মারধরের মতো ঘটনায় এখনও উত্তপ্ত বাংলা। গত বুধবার গণনা শেষ হয়ে যাওয়ার পরও জারি রয়েছে অশান্তি। পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলায় এসেছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে সেই দল শুক্রবার কোচবিহারে যাবে বলে জানা গিয়েছে।
বিষ্ণুপুরে তৃণমূলের বিজয় মিছিলে ঠেলাঠেলিতে মৃত্যু মহিলার। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। বিস্তারিত পড়ুন – বিষ্ণুপুরে তৃণমূলের বিজয় মিছিলে বচসা, ঠেলাঠেলিতে মৃত্যু মহিলার
কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন নদিয়ার সিপিআইএম (CPIM) প্রার্থী অরবিন্দু প্রামাণিক। শোকের ছায়া গোটা পরিবার। বিস্তারিত পড়ুন- ভোটে হারতেই কীটনাশক খেয়ে আত্মহত্যা সিপিআইএম প্রার্থীর
এদিন এসএসকেএমে এসেছিলেন অভিষেক। সেখান থেকেই নির্দল হিসাবে দাঁড়ানো তৃণমূল কর্মীদের নিয়ে বড় বার্তা দিতে দেখা যায় অভিষেককে। বিস্তারিত পড়ুন – তৃণমূল ছেড়ে নির্দলে দাঁড়ানো প্রার্থীদের নেব না, অন্য দল থেকে এলে দরজা খোলা: অভিষেক
পঞ্চায়েত ভোটে হিংসার জেরে আবারও মৃত্যু বিষ্ণুপুরের বিজেপির গ্রাম পঞ্চায়েতের প্রার্থীর। বিষ্ণুপুরের দড়ি কেওড়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ২০৯ নম্বর বুথে বিজেপির গ্রামসভার প্রার্থী হয়েছিলেন ভোলানাথ মণ্ডল। পরিবারের লোকজনের অভিযোগ, ভোটের তিনদিন আগে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন তিনি। ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে মারা যান শুক্রবার।
ভাঙড়ে যেতে গেলে বাধা দেওয়া হয় বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। সকাল সাড়ে ১০টা থেকে গাড়িতেই অপেক্ষা করছেন নওশাদ। পুলিশ প্রথমে হাতিশালার কিছু দূরে আচকে দিয়েছিল তাঁকে। সেখানেই বসেছিলেন তিনি। পরে নমাজের সময় হয়ে যাওয়ায় পুলিশ তাঁকে সুখদৃষ্টি আবাসনে নিয়ে যায়। সেখানে নমাজ পাঠের পর ফের গাড়িতে উঠলে আরও আগে আটকে দেওয়া হয় আইএসএফ নেতাকে। বর্তমানে এনবিসিসি মোড়ের কাছেই অপেক্ষা করছেন তিনি। চার ঘণ্টা পার হয়ে গেলেও সেখানেই বসে আছেন নওশাদ। তিনি বলছেন ‘আমি যাবই।’
ভোট সন্ত্রাস নিয়ে এবার বোমা ফাটালেন সাংসদ সৌগত রায়। মনে করিয়ে দিলেন অভিষেক শান্তিপূর্ণ ভোটের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু তা হয়নি।
বিস্তারিত পড়ুন: অভিষেক বলেছিলেন শান্তিপূর্ণ ভোট হবে, সেটা হয়নি, দুর্ভাগ্যজনক: সৌগত রায়
শুধু প্রার্থীই নয়, বৃহস্পতিবার রাতে একাধিক বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় এক বৃদ্ধা অগ্নিদগ্ধ হয়েছেন বলেও সূত্রের খবর। বিজেপির দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ছাড়া আর কেউ এ কাজ করতে পারে না।
বিস্তারিত পড়ুন: গভীর রাতে পুড়ে ছারখার বিজেপি প্রার্থীর বাড়ি, উত্তপ্ত আমতা
হাতিশালার কাছে আটকানো হল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। তাঁর গাড়ি ভাঙড়ে ঢুকতে গেলে ব্যারিকেড করে তাঁকে আটকে দেয় পুলিশ। বিধানসভা এলাকায় নিজের অফিসেই পৌঁছতে পারছেন না নওশাদ। তাঁর দাবি, বিধানসভা এলাকার মানুষের সমস্যার জানতেই যাচ্ছিলেন তিনি।
নিজের আই কার্ড দেখানোর পরও তাঁকে প্রবেশ করতে বাধা দেয় পুলিশ। কর্তব্যরত পুলিশ আধিকারিকের দাবি, তাঁদের কাছে অর্ডার নেই, তাই যেতে দিতে পারছেন না তিনি।
পঞ্চায়েত ভোটের বলি আরও এক। ৮ জুলাই ভোট চলাকালীন দুষ্কৃতী হামলায় আহত হন বেশ কয়েকজন তৃণমূল কর্মী। তাঁদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি নিয়ে যাওয়া হয় কলকাতার এনআরএস-এ। সেখানেই শুক্রবার সকালে মৃত্যু হয়েছে এক কর্মীর।
হাওড়ার আমতা বিধানসভার আমড়াগোড়ী অঞ্চলের বিজেপি গ্রামসভার প্রার্থী সোমা রায়ের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে পরপর ছয় বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগে। আহত হয়েছেন এক বৃদ্ধা। বিজেপির অভিযোগ, ঘটনার পর পুলিশকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।