AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Panchayat Polls 2023: সিপিএম প্রার্থীর শ্বশুরবাড়িতে হামলার অভিযোগ, তৃণমূল বলল, ‘মদ নিয়ে ঝামেলা’

West Bengal Panchayat Polls 2023: মনোনয়নপর্ব মিটেছে। মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার পর এবার নয়া অভিযোগ বিরোধীদের। বিরোধীরা অভিযোগ করছেন, মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হয়েছে। রাজ্যের একাধিক প্রান্ত থেকে এহেন অভিযোগ উঠে আসছে।

West Bengal Panchayat Polls 2023: সিপিএম প্রার্থীর শ্বশুরবাড়িতে  হামলার অভিযোগ, তৃণমূল বলল, 'মদ নিয়ে ঝামেলা'
সিপিআইএম প্রার্থী
| Edited By: | Updated on: Jun 20, 2023 | 1:53 PM
Share

দুর্গাপুর: সিপিএম প্রার্থীর শ্বশুরবাড়িতে হামলার অভিযোগ। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের কাঁকরা গ্রাম পঞ্চায়েতের ৮০ নম্বর বুথে। সিপিআইএম প্রার্থী দীপা মণ্ডলের শ্বশুরবাড়িতে বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দীপা মণ্ডল। সিপিআইএম প্রার্থী দীপা মণ্ডলের অভিযোগ, সোমবার রাতে কয়েকজন দুষ্কৃতী তার শাশুড়ি-সহ কয়েকজনকে মারধর করে এবং হুমকি দেন। দুষ্কৃতীরা তাঁকে মনোনয়ন তুলে নিতে চাপ দিতে থাকেন বলে অভিযোগ। এক্ষেত্রে শাসকদলের বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন সিপিএম প্রার্থী। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

মনোনয়নপর্ব মিটেছে। মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার পর এবার নয়া অভিযোগ বিরোধীদের। বিরোধীরা অভিযোগ করছেন, মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হয়েছে। রাজ্যের একাধিক প্রান্ত থেকে এহেন অভিযোগ উঠে আসছে। উত্তর দিনাজপুরেও কার্যত জোর করে মনোনয়ন তোলানো হয়েছে বলে অভিযোগ ওঠে। এবার পশ্চিম বর্ধমানের কাঁকসায়।

সোমবার রাতে কাঁকসার এক সিপিএম প্রার্থীর শ্বশুরবাড়িতে হামলার অভিযোগ ওঠে। বাড়িতে ঢুকে ভাঙচুর, পরিবারের লোকদের মারধর করে শাসানির অভিযোগ উঠেছে। এই হামলার প্রসঙ্গে এলাকার তৃণমূল নেতা জয়ব্রত বৈদ্য বলেন, “সম্পূর্ণ মিথ্যা অভিযোগ।” ঘটনায় আবার তৃণমূল নেতা আক্রান্তের ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করেন। তাঁর বক্তব্য, মদ কেনাবেচা নিয়ে বিবাদ। আর তাতে রাজনৈতিক রঙ দেওয়া হয়েছে। প্রচারের আলোয় আসার জন্য এমনটা করছে বলে পাল্টা অভিযোগ করেছেন তৃণমূল নেতা জয়ব্রত বৈদ্য।