অনুমতি ছাড়া মিছিলে ‘না’, লাভলি মৈত্রের মিছিলের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপির

কমিশন সূত্রে খবর, নির্বাচনী আইনে স্পষ্টভাবে বলা রয়েছে, যদিও কোন প্রার্থীর নিকট আত্মীয় ভোটের কাজে যুক্ত থাকেন তবে তাঁকে তৎক্ষণাৎ সরিয়ে দিতে হবে।

অনুমতি ছাড়া মিছিলে ‘না’, লাভলি মৈত্রের মিছিলের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপির
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Mar 10, 2021 | 9:26 PM

দক্ষিণ ২৪ পরগনা: প্রশাসনের অনুমতি ছাড়া মিছিল করার অভিযোগ উঠল সোনারপুর দক্ষিণের (Sonarpur Dakshin) তৃণমূল তারকা প্রার্থী অরুন্ধতী ওরফে লাভলি মৈত্রের (Lovely Maitra) বিরুদ্ধে। ঘটনায় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি।

বিজেপির (BJP) অভিযোগ, বুধবার তৃণমূলের (TMC) হয়ে সোনারপুরে প্রচারে নামেন লাভলি। বাইক মিছিল করে ভয় দেখানো হয় সাধারণ মানুষকে। অথচ, নির্বাচন কমিশনের প্রদত্ত নির্দেশ অনুযায়ী প্রশাসনের ছাড়পত্র ছাড়া মিটিং মিছিল করা যাবে না। সেখানে কী করে তৃণমূল প্রার্থী এই মিছিল করলেন তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি (BJP)।

গেরুয়া শিবিরের অভিযোগকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে লাভলির দাবী, তিনি কোনও মিছিল করেননি। জনসংযোগ বাড়াতেই বাড়ি বাড়ি গিয়েছিলেন তিনি।

বারুইপুর পুর্ব সাংগঠনিক বিজেপি (BJP) জেলা সভাপতি সুনীপ দাস পাল্টা জানান, গোটা ঘটনাটি নির্বাচনী আধিকারিকের কাছে লিখিত ভাবে জানানো হয়ছে। প্রশাসন সূত্রে খবর, এই ঘটনার জেরে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। গোটা ঘটনাই খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত ৬ মার্চ তৃণমূলের (TMC) প্রার্থী তালিকা প্রকাশ করেন খোদ সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোনারপুর দক্ষিণের তারকা প্রার্থী হয়ে তৃণমূলে যোগ দিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন লাভলি। কারণ, তাঁর স্বামী সৌম্য রায় হাওড়া গ্রামীণের পুলিশ সুপার। লাভলি টিকিট পাওয়ার পরেই সৌম্যকে এসপির পদ থেকে অপসারিত করা হয়।

আরও পড়ুন: লাভলি টিকিট পেতেই সৌম্যকে এসপি-র পদ থেকে অপসারণ কমিশনের

কমিশন (Election Commission) সূত্রে খবর, নির্বাচনী আইনে স্পষ্টভাবে বলা রয়েছে, যদিও কোন প্রার্থীর নিকট আত্মীয় ভোটের কাজে যুক্ত থাকেন তবে তাঁকে তৎক্ষণাৎ সরিয়ে দিতে হবে। এ ক্ষেত্রে পক্ষপাতদুষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায় যে কারণে এই সিদ্ধান্ত কমিশন নেয়।

‘জলনুপূর’ নামক ধারাবাহিকে অভিনয় করার পর থেকে টেলিভিশনে সেভাবে দেখা যায়নি লাভলি মৈত্রকে। দিনকয়েক আগে তৃণমূলে যোগ দেওয়ার পরই তিনি দক্ষিণ সোনারপুর থেকে টিকিট পান। তবে এই টিকিট পাওয়ার ঘটনাকে সোজা চোখে দেখছে না বিজেপি শিবির। লাভলির স্বামী এসপি হওয়ার পাশাপাশি শাসক শিবিরের ‘অনুগত’ হওয়ার পুরস্কার হিসেবে এই টিকিট দেওয়া হল কি না সেই প্রশ্নও তুলতে শুরু করেছিল গেরুয়া শিবির।

আরও পড়ুন: প্রচারে নেই জেলা নেতৃত্ব, ‘বহিরাগত’ কৌশানীর সাফাই, ‘এক পরিবারে পাঁচটা বাসন থাকলে আওয়াজ তো হবেই’