কাচের জার ভর্তি সাপের বিষ, পাচার রুখল বিএসএফ জওয়ানরা

 গতকাল রাতেই বালুরঘাট বন দফতরের হাতে ওই বিষ ভর্তি জার দুটি তুলে দেয় বিএসএফ।

কাচের জার ভর্তি সাপের বিষ, পাচার রুখল বিএসএফ জওয়ানরা
জার ভর্তি সাপের বিষ উদ্ধার করল বিএসএফ জওয়ানরা, নিজস্ব চিত্র

|

Feb 18, 2021 | 8:35 PM

দক্ষিণ দিনাজপুর: রাতের অন্ধকারে নির্বিঘ্নে, অভিনব পদ্ধতিতে সাপের বিষ পাচার আটকাল কুমারগঞ্জ ঘুমসির ২৬ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফের (BSF) জওয়ানরা।

বিএসএফ (BSF) সূত্রে খবর, বুধবার গভীর রাতে ঘুমসির বিওপি থেকে বাংলাদেশে পাচার হতে যাচ্ছিল সাপের বিষ। দুটি কাচের জারের একটিতে সাদা পাউডারের মতো গুঁড়ো, অন্যটিতে ক্রিস্টাল আকারে কৌটো ভর্তি করে ছিল আনুমানিক ২৪ কোটি টাকার সাপের বিষ।

আরও পড়ুন: ‘মাখো মাখো অবস্থায়’ দেখা গেল যুগলকে, বিউটি পার্লারের নামে রমরমিয়ে চলছে মধুচক্র

বিষভর্তি জারগুলি উদ্ধার করা গেলেও পলাতক দুষ্কৃতীরা। গতকাল রাতেই বালুরঘাট বন দফতরের হাতে ওই বিষ ভর্তি জার দুটি তুলে দেয় বিএসএফ (BSF)। পুরো ঘটনা খতিয়ে দেখছে বিএসএফএর ২৬ নম্বর ব্যাটেলিয়নের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বালুরঘাট বন দফতরের কর্মীরা।

আরও পড়ুন: জেলায় জেলায় ‘রেল রোকো’ কর্মসূচি বাম-কংগ্রেসের, বিক্ষোভে আটকে একাধিক ট্রেন

প্রাথমিক তদন্তের পর বিএসএফের (BSF) অনুমান, বিষভর্তি জার দুটি বাংলাদেশ হয়ে চিনের পথে যাচ্ছিল। এর আগেও একাধিকবার দক্ষিণ দিনাজপুরে সাপের বিষ উদ্ধার হয়েছে। সীমান্তে বাংলাদেশ হওয়ায় খুব দ্রুত পাচারও হয়ে যায় সেই বিষ। পাচার রুখতে তৎপর বিএসএফ।