জেলায় জেলায় ‘রেল রোকো’ কর্মসূচি বাম-কংগ্রেসের, বিক্ষোভে আটকে একাধিক ট্রেন
ফালাকাটা স্টেশনেও আটকে পড়ে নিত্য যাত্রীবাহী একটি ট্রেন।
পশ্চিমবঙ্গ: নয়া কৃষি আইনের প্রতিবাদে দেশজুড়ে পালিত হচ্ছে ‘রেল রোকো’ কর্মসূচি। বাংলার জেলায় জেলায় কৃষি আইনের বিরুদ্ধে ও ডিওয়াইএফআই নেতা মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুর প্রতিবাদে যৌথভাবে পথে নেমেছে বাম কংগ্রেস। বিক্ষোভের জেরে, বৃহস্পতিবার সকালে, দফায় দফায় বন্ধ থাকে রেল চলাচল। ভোগান্তিতে যাত্রীরা।
উত্তরবঙ্গ:
নয়া কৃষি আইনের প্রতিবাদে গোটা দেশজুড়ে চলছে ‘রেল রোকো’ (Rail Roko) কর্মসূচি। এর জেরেই এবার আলিপুরদুয়ারের চারটি স্টেশনে রেল অবরোধ করল বাম-কংগ্রেস সংগঠন। নিউ আলিপুরদুয়ার, ফালাকাটা, কামাখ্যাগুড়ি ও আলিপুরদুয়ার জংশনে চলল বিক্ষোভ কর্মসূচি (Rail Roko)। পাশাপাশি, ডিওয়াইএফআই কর্মী মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুর প্রতিবাদেও বাম ছাত্র সংগঠনগুলির আজ রেল অবরোধ কর্মসূচি। দুই ইস্যুতেই আজ পথে নেমেছে বাম সংগঠনগুলি।
‘রেল রোকো’ কর্মসূচির জেরে নিউআলিপুর স্টেশনে তিস্তা-তোর্সা এক্সপ্রেস আটকে বিক্ষোভ দেখান কর্মী সমর্থকরা। প্রায় ২৫ মিনিট দেরিতে ছাড়ে তিস্তা তোর্সা এক্সপ্রেস। বিক্ষোভের (Rail Roko) জেরে ফালাকাটা স্টেশনেও আটকে পড়ে নিত্য যাত্রীবাহী একটি ট্রেন। জানা গিয়েছে, প্রায় ৪৫ মিনিট বিক্ষোভ চলার পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
আরও পড়ুন: রাজ্যের মন্ত্রী জাকির হোসেনের উপর বোমাবাজি, গুরুতর আহত তিনি
জলপাইগুড়ি:
কৃষি আইন প্রত্যাহারের দাবীতে রেল লাইনে বসে আন্দোলন শুরু করলেন সিপিএমের জলপাইগুড়ির প্রাক্তন সাংসদ, জেলা সম্পাদক সহ অন্যান্যরা ।সারা ভারত কিষাণ সংঘর্ষ সমন্বয় কমিটি জলপাইগুড়ির তরফে রেল অবরোধ করা হয় বৃহস্পতিবার। তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে জলপাইগুড়ি রোড স্টেশনে রেল লাইনের উপর বসে যান সিপিএমের জলপাইগুড়ির প্রাক্তন সাংসদ জিতেন দাস, জেলা সম্পাদক সলিল আচার্য সহ অন্যান্য আন্দোলনকারীরা। জলপাইগুড়ি জেলার মোট ৭ টি থানা এলাকায় এই বিক্ষোভ হয়েছে। বেলা ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এই বিক্ষোভ চলেছে।
ধূপগুড়ি স্টেশনেও সারা ভারত কৃষক সভা ও ডিওয়াইএফআইয়ের ডাকে চলছে ‘রেল রোকো’ (Rail Roko) কর্মসূচি। কলকাতায় মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুর প্রতিবাদে ও তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, জমায়েত। স্টেশন চত্বরে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।
বাঁকুড়া:
বাঁকুড়ায় এদিন বেলা বারোটার কিছু পরে মিছিল করে বাম ও কংগ্রেসের কৃষক সংগঠনগুলির কর্মীরা বাঁকুড়া স্টেশনে প্রবেশ করে। স্টেশনে প্রবেশ করার মুখে রেল পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও মিছিলের সামনে সেই বাধা টেকেনি। স্টেশনে প্রবেশ করে বাম ও কংগ্রেসের কৃষক সংগঠনের কর্মীরা রেল ট্র্যাকের উপরে শুয়ে পড়ে বিক্ষোভ দেখায়। তিনটি কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতায় ‘রেল রোকো’ কর্মসূচি পালন করল বাম ও কংগ্রেস কর্মীরা।
পূর্ব মেদিনীপুর:
নিখোঁজ সিপিএম কর্মী দীপক পাঁজাকে দ্রুত খুঁজে বার করার দাবিতে কোলাঘাটে রেল অবরোধ করল ডিওয়াইএফআই। মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুর প্রতিবাদে ও খুনিদের কঠোর শাস্তির দাবিতে এবং পাঁশকুড়া বাহারপোতার নিখোঁজ কমরেড দীপক পাঁজাকে খুজে বের করার দাবিতে কোলাঘাটের রেল অবরোধ করে ডিওয়াইএফআই নেতৃত্ব। বিক্ষোভে অংশ নেন কোলাঘাটের বিধায়ক ইব্রাহিম আলী ও পরিতোষ পট্টনায়েক।
বর্ধমান:
হাওড়া বর্ধমান মেন লাইন শাখার রসুলপুর স্টেশনে বাম সমর্থকদের ‘রেল রোকো’ কর্মসূচি। বিক্ষোভ দেখাতে রেললাইনের উপর বসে পড়েন অবরোধকারীরা। ঘটনাস্থলে রেল পুলিশ। এদিন রসুলপুরের পাশাপাশি মেইন শাখার পালসিট স্টেশনেও অবরোধ করে বাম কর্মীরা। বর্ধমান রামপুরহাট রেল পথের নওয়াদার ঢাল স্টেশনে অবরোধ করে বাম কর্মী সমর্থকরা। নয়া কৃষি আইন বাতিলের দাবিতে ও মইদুলের মৃত্যুর প্রতিবাদে রেল অবরোধ করে বাম সংগঠনগুলি।
ডিওয়াইএফআইয়ের ডাকে মইদুল মিদ্যার মৃত্যুর প্রতিবাদ ও কৃষি আইন বাতিলের দাবিতে বাম কর্মী সমর্থকদের রেল অবরোধ বাগনাপাড়া স্টেশনে। বিক্ষোভে আটকে যায় কাটোয়া ব্যান্ডেল শাখার দুই দিকের কয়েক জোড়া ট্রেন। বেলা ১১টা থেকে বিক্ষোভ শুরু হয়। এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।
বীরভূম:
কৃষি আইনের বিরোধীতা করে কংগ্রেস ও বামেদের রেল অবরোধ বোলপুরে। বোলপুরের স্টেশন আজ ৩.৩০ নাগাদ রেল অবরোধ করে বাম কংগ্রেসের নেতা কর্মীরা। প্রায় আধ ঘন্টা ধরে চলেছে এই অবরোধ কর্মসূচি। ঘটনাস্থলে উপস্থিত রেল পুলিশের কর্মীরা।
উল্লেখ্য, বিহার, হরিয়ানা, গাজিয়াবাদ, সর্বত্রই নয়া কৃষি আইনের বিরুদ্ধে পালিত হচ্ছে ‘রেল রোকো’ কর্মসূচি।
Bihar: Workers of Jan Adhikar Party (Loktantrik) stage a ‘rail roko’ agitation at Patna Junction railway station, against Farm Laws. pic.twitter.com/IStn1BSFnC
— ANI (@ANI) February 18, 2021
Security deployed at Ghaziabad Junction in the wake of the 4-hour long nationwide ‘rail roko’ call by farmers’ today. #FarmLaws pic.twitter.com/2W0yuBxTxp
— ANI UP (@ANINewsUP) February 18, 2021