রাজ্যের মন্ত্রী জাকির হোসেনের উপর বোমাবাজি, গুরুতর আহত তিনি
আশঙ্কাজনক অবস্থায় রাজ্যের শ্রম মন্ত্রকের প্রতিমন্ত্রী
মুর্শিদাবাদ: বোমার আঘাতে গুরুতরভাবে জখম হলেন মন্ত্রী জাকির হোসেন। এদিন কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার জন্য মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে যাচ্ছিলেন তিনি। হঠাৎই তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা চালায় কিছু দুষ্কৃতী। বোমাবাজি শুরু হয়। বোমার আঘাতে গুরুতর জখম হন তিনি। তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালেও তাঁকে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। আগামিকাল ঘটনার তদন্ত করতে ফরেন্সিক দল আসছে বলে খবর।
ঘটনার তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি টুইটে লিখেছেন, “পশ্চিমবঙ্গের নিমতিতা স্টেশনে বোমাবাজির নিন্দা করি। যারা আহত হয়েছেন তাঁদের দ্রুত সুস্থতা কামনা করি।”
I condemn the dastardly bomb attack at Nimtita Railway Station in West Bengal. My prayers are for the quick recovery of the injured.
— Piyush Goyal (@PiyushGoyal) February 17, 2021
সূত্রের খবর, বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক। বেশ কিছুু দিন ধরেই তাঁর বিরুদ্ধ গোষ্ঠীদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ উঠছিল। সেই কারণেই রাজ্যের শ্রম মন্ত্রকের প্রতিমন্ত্রীর উপর হামলা হল বলে দাবি করছেন তাঁর অনুগামীরা। রাজ্যপাল জগদীপ ধনখড় ও সাংসদ অধীর রঞ্জন চৌধুরী টুইটে প্রতিক্রিয়া দিয়েছেন।
Attack on WB Minister Jakir Hossain at Nimtita railway station, Murshidabad, reprehensible.
Concerned at increasing rise in violence that has no place in democracy.
Time @WBPolice @HomeBengal administration @MamataOfficial to act fast as per law.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) February 17, 2021
জাকির হোসেন এর ওপর আক্রমণের আমি তীব্র নিন্দা করছি। অপরাধীদের গ্রেফতার চাই, শাস্তি চাই। সে তৃণমূলের মধ্যে এক ব্যতিক্রমী…
Posted by Adhir Ranjan Chowdhury on Wednesday, February 17, 2021