ফের সীমান্তে মুখোমুখি BSF-বাংলাদেশি সেনা, হাতাহাতি লাগার আগেই BGB-র খেলা শেষ করে দিল গ্রামবাসীরাই

BSF-BGB: কৃষকদের অভিযোগ, তাদের ফসল কেটে নিয়ে যাচ্ছে বাংলাদেশিরা। সে কারণেই বাধ্য হয়ে তাঁরা এই পথে হেঁটেছেন। এখানেই শেষ নয়, বাংলাদেশকে হুঁশিয়ারিও দিয়েছন তাঁরা। তাঁদের সাফ কথা, যদি তাঁদের কাঁটাতারের বেড়া দিতে বাধা দেওয়া হয় তাহলে তিনবিঘা করিডোর বন্ধ করে দেবেন।

ফের সীমান্তে মুখোমুখি BSF-বাংলাদেশি সেনা, হাতাহাতি লাগার আগেই BGB-র খেলা শেষ করে দিল গ্রামবাসীরাই
ফের সীমান্তে উত্তেজনা Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 10, 2025 | 4:43 PM

কুচলিবাড়ি: সীমান্তে উত্তেজনা যেন দিন দিন বেড়েই চলেছে। বিগত কয়েকদিনে বাংলাদেশের বিজিবি-র সঙ্গে লাগাতার ঝামেলায় জড়াতে দেখা গিয়েছে বিএসএফ-কে। সিংহভাগ ঘটনাই উত্তরবঙ্গে। যা নিয়ে চাপানউতোর চলছে। এরইমধ্যে বিজিবি-র বাধা উপেক্ষা করে কুচলিবাড়ি সীমান্তে কাঁটাতার দিলেন গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের দাবি, নষ্ট করা হচ্ছিল ফসল। চুরিও হচ্ছিল। সে কারণেই নিজেদের উদ্যোগেই শেষ পর্যন্ত তাঁরা কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নেন। 

সূত্রের খবর, যে সময় বেড়া দেওয়া হচ্ছিল সেই সময় বাধা দেয় বিজিবি। তাঁদের সঙ্গে গ্রামবাসীদের বেশ কিছুক্ষণ বচসাও হয়। যদিও বিজিবির বাধায় বিশেষ ঠেকাতে পারেনি গ্রামবাসীদের। বাংলাদেশি সেনাকে তোয়াক্কা না করেই নিজেদের অবস্থানে অনড় থাকেন সীমান্তপাড়ের লোকজন। কৃষকরাই উদ্যোগ নিয়ে লাগিয়ে দেন কাঁটাতারের বেড়া। তাঁদের পাশে দাঁড়ায় বিএসএফ। 

কৃষকদের অভিযোগ, তাদের ফসল কেটে নিয়ে যাচ্ছে বাংলাদেশিরা। সে কারণেই বাধ্য হয়ে তাঁরা এই পথে হেঁটেছেন। এখানেই শেষ নয়, বাংলাদেশকে হুঁশিয়ারিও দিয়েছন তাঁরা। তাঁদের সাফ কথা, যদি তাঁদের কাঁটাতারের বেড়া দিতে বাধা দেওয়া হয় তাহলে তিনবিঘা করিডোর বন্ধ করে দেবেন। প্রসঙ্গত, এই তিনবিঘা করিডোর অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। তা বন্ধ করে দিলে বাংলাদেশের ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে পাটগ্রাম।