Hooghly News: স্বামীর মৃতদেহ আগলে ৩ দিন ধরে বসে স্ত্রী, দুর্গন্ধ পেয়েই পুলিশে ফোন প্রতিবেশীদের
দিন তিনেক আগেই নিজের বাড়িতে মৃত্যু হয়েছে বৃদ্ধের।
উত্তরপাড়া: রবিনসন স্ট্রিটের ছায়া এবার হুগলির উত্তরপাড়ায়। তিনদিন ধরে স্বামীর মৃতদেহ নিয়ে বসে রয়েছেন স্ত্রী। ঘর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশ ডাকলেন প্রতিবেশীরা। তারপর পুলিশ এসে ঘরের ভিতর থেকে উদ্ধার করল বৃদ্ধের মৃতদেহ। শুক্রবার সকালে হুগলির উত্তরপাড়ায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ জানায়, মৃতের নাম হরেন্দ্রনাথ মণ্ডল (৬৫)। উত্তরপাড়ার আপার বি পি এম বি সরণির বাসিন্দা হরেন্দ্রনাথ মণ্ডলের দিন তিনেক আগেই নিজের বাড়িতে মৃত্যু হয়েছে এবং তাঁর স্ত্রী দীপালি মণ্ডল মানসিকভাবে অসুস্থ বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। শারীরিক অসুস্থতার জেরেই হরেন্দ্রনাথ মণ্ডলের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। দেহ সৎকারের বিষয়ে যা আইনি পদক্ষেপ আছে তা পুলিশ এবং পুরসভার তরফে করা হচ্ছে বলে জানিয়েছেন পুরপ্রধান দিলীপ যাদব।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ৬৫-র হরেন্দ্ নাথ মণ্ডল মাস খানেক ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। উত্তরপাড়ার আপার বি পি এম বি সরণি এলাকায় নিজের বাড়িতে হরেন্দ্রনাথ মণ্ডল ও তাঁর স্ত্রী থাকতেন। গত কয়েকদিন ধরে তাঁদের কাউকে বাড়ির বাইরে দেখা যায়নি। প্রতিবেশীরা জানান, ঘরের দরজা-জানালা সবসময় বন্ধ থাকত। এদিন সকাল থেকে তাঁদের ঘর থেকে পচা দুর্গন্ধ বের হতে শুরু করে। খারাপ কিছু ঘটেছে আশঙ্কা করে প্রতিবেশীরা ওই এলাকারই বাসিন্দা হরেন্দ্রনাথবাবুর ভাইপো অভিজিৎ মণ্ডলকে খবর দেন। তারপর অভিজিৎ মণ্ডল ঘটনাস্থলে গিয়ে জানালা দিয়ে দেখতে পান, তাঁর কাকা মৃত অবস্থায় ঘরের মধ্যে পড়ে রয়েছে। তিনি বলেন, প্রতিবেশীদের থেকে খবর পেয়েই এখানে আসি এবং কাকিমাকে ডাকাডাকি করে জানালা খুলতে বলি। তারপর কাকিমা জানালা খুললে দেখতে পাই কাকা ঘরে মৃত অবস্থায় পড়ে রয়েছেন। হরেন্দ্রনাথবাবু মাসখানেক ধরে অসুস্থ ছিলেন এবং তাঁর কাকিমা দীপালি মণ্ডল মানসিকভাবে অসুস্থ বলেও অভিজিৎ জানিয়েছেন।
এরপর খবর পেয়ে এলাকার কাউন্সিলর সারথী গোলদার ঘটনাস্থলে যান। উত্তরপাড়া থানার পুলিশ এবং পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব ঘটনাস্থলে যান। তারপর পুলিশ,কাউন্সিলর, পুরপ্রধান একপ্রকার জোর করে ঘরের দরজা খোলান। তারপর তাঁরা ঘরের ভিতরে গিয়ে দেখতে পান, খাটের উপর পড়ে রয়েছে বৃদ্ধ হরেন্দ্রনাথ মণ্ডলের দেহ। আর পাশের ঘরেই রয়েছেন তাঁর স্ত্রী দীপালি মণ্ডল। তিনদিন ধরে হরেন্দ্রনাথবাবু এভাবে পড়ে রয়েছেন বলে জানিয়েছেন দীপালিদেবী।
গোটা ঘটনায় হতবাক পুরপ্রধান দিলীপ যাদব বলেন, হরেন্দ্রনাথ মণ্ডলের মৃতদেহ নিয়ে তিনদিন ধরে বসে ছিলেন তাঁর স্ত্রী। মনে হচ্ছে, বেশ কয়েকদিন আগে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর দেহ সৎকারের ব্যাপারে পুলিশ, প্রশাসনের তরফে যা করার করছি।