West Bengal Weather Update: এখনই ঠান্ডায় কুপোকাত? পৌষ সংক্রান্তির আগেই বিরাট বদলাবে আবহাওয়া, জেনে নিন সেই আপডেট
Winter Weather Update for Kolkata & West Bengal: উত্তরবঙ্গ এখন ঘন কুয়াশার চাদরে ঢাকা। দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, কোচবিহার ও জলপাইগুড়িতে ঘন কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কুয়াশা থাকবে।

কলকাতা: জানুয়ারিতে জাঁকিয়ে শীত বাংলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় নীচেই থাকছে। উত্তুরে হাওয়ার প্রভাবে বেশ জাঁকিয়ে শীতই অনুভব হচ্ছে। তবে এবার নিম্নচাপের মেঘে পথ হারাল শীত। একদিনে সাড়ে তিন ডিগ্রি পারদ চড়ল কলকাতায়। একধাক্কায় ১৫ ডিগ্রিতে উঠে গেল কলকাতার তাপমাত্রা।
বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সপ্তাহের শুরুতে, তা ধীরে ধীরে সরে শ্রীলঙ্কায় চলে গিয়ছে। তবে নিম্নচাপ শ্রীলঙ্কায় গেলেও বাংলার আকাশে এখনও মেঘ রয়েছে। আর নিম্নচাপের মেঘে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। তবে সংক্রান্তির আগে ফের শীত ফেরার আশ্বাস দিয়েছেন আবহবিদরা।
গতকাল, শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াসে। সেখানেই আজ তাপমাত্রা ১৫ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে আজ। ১৪ জানুয়ারি, পৌষ সংক্রান্তির পর তাপমাত্রা আবার কিছুটা কমবে।
উত্তরবঙ্গ এখন ঘন কুয়াশার চাদরে ঢাকা। দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, কোচবিহার ও জলপাইগুড়িতে ঘন কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কুয়াশা থাকবে। আগামী চার-পাঁচ দিন আবহাওয়া এমনই থাকবে। কুয়াশার দাপট চলবে। তাপমাত্রা আপাতভাবে বাড়লেও আরও দুই দিন শৈত্য প্রবাহ এবং শীতল দিনের পরিস্থিতি বজায় থাকবে বেশ কিছু জেলায়।
