Woman Death: ঘরের মধ্যেই মহিলাকে চরম অবস্থায় দেখলেন বাপের বাড়ির লোকজন

Bankura: আবারো পণের বলি বাঁকুড়ায়। গৃহবধূকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

Woman Death: ঘরের মধ্যেই মহিলাকে চরম অবস্থায় দেখলেন বাপের বাড়ির লোকজন
ধৃত স্বামী (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Nov 02, 2022 | 4:44 PM

বাঁকুড়া: বছর চারেক আগে বিয়ে হয়েছিল। তবে সংসারে অশান্তি যেন থামছিল না। পণের দাবিতে বারবার উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছিল। শেষমেশ স্বামী এমন অবস্থা করবে কেউ হয়ত ঠাউর করতে পারেননি।

আবারো পণের বলি বাঁকুড়ায়। গৃহবধূকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চকবাজার এলাকায় ২২ বছরের সুস্মিতা পাল দে নামে এক গৃহবধূকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী, শ্বশুর, ননদ ও নন্দাইয়ের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই বিষ্ণুপুর থানার পুলিশ মৃত গৃহবধূর স্বামী সুব্রত দে-কে গ্রেফতার করেছে।

পরিবার সূত্রে জানা খবর, বছর চারেক আগে হুগলির গোঘাটের বাসিন্দা সুস্মিতা পালের সঙ্গে বিষ্ণুপুরের ন’নম্বর ওয়ার্ডের সুব্রত দে-র বিয়ে হয়। অভিযোগ, বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই পরিবারের পক্ষ থেকে ওই গৃহবধূকে তাঁর বাবার বাড়ি থেকে অতিরিক্ত পণ আনার জন্য জোর করা হত বলে অভিযোগ। ওই গৃহবধূ পণ আনতে অস্বীকার করলেই তাঁর ওপর চলত শারীরিক ও মানসিক নির্যাতন।

এরপর মঙ্গলবার রাত্রিবেলা সেই নির্যাতনের মাত্রা চরম পর্যায়ে পৌঁছয়। তাঁকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ মৃত গৃহবধূর পরিবারের লোকজনের। ঘটনার পরিপ্রেক্ষিতে বিষ্ণুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে তার ভিত্তিতে মৃত গৃহবধূর স্বামীকে গ্রেফতার করে বিষ্ণুপুর থানার পুলিশ। মৃত গৃহবধূর দেহ ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে, অভিযুক্ত স্বামীকে তোলা হয়েছে বিষ্ণুপুর মহকুমা আদালতে ।

মৃতের দাদা বলেন, ‘আমি থানায় জানিয়েছি। অভিযুক্তদের যেন কঠোর শাস্তি হয়। যেভাবে আমার বোন চলে গেল, আর কোনও দাদার যেন কোল খালি না হয়।’