বেজিং: সাবওয়েতে প্রবেশ করতেই থমকে দাঁড়াল ট্রেন। হু হু করে জল ঢুকতে লাগল একের পর এক কামরায়। দেখতে দেখতেই যাত্রীদের বুক সমান জল উঠে এল। এদিকে কিছুতেই খুলছে না ট্রেনের দরজা। স্থানীয় কর্তৃপক্ষের কাছে খবর মিলতেই তড়িঘড়ি উদ্ধারকার্য শুরু হয়। শতাধিক যাত্রীকে দরজা ভেঙে উদ্ধার করা সম্ভব হলেও দীর্ঘক্ষণ ডুবন্ত ট্রেনে বন্দি থেকেই মৃত্যু হল ১২ জন যাত্রীর।
বিগত কয়েক দিন ধরেই ভারী বৃষ্টিপাতে ভাসছে চিন(China)। জলে ডুবে গিয়েছে সম্পূর্ণ হেনান প্রদেশই (Henan Region)। সেখানেই জ়েংজউ শহরে এই ঘটনা ঘটেছে। বুধবার চিনা প্রশাসনের তরফে জানানো হয়, সেনাবাহিনী উদ্ধারকার্যে নেমেছে। প্রায় ১ কোটি বাসিন্দার ওই প্রদেশের বিভিন্ন জায়গায় জলে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চলছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিগুলিতে দেখা যাচ্ছে, কারোর গলা সমান বা কারোর বুক সমান জলেই কয়েকশো যাত্রী ট্রেনের ভিতরে আটকে দাঁড়িয়ে রয়েছেন। উদ্ধারকারী দলের পক্ষেও দরজা খোলা অসম্ভব হওয়ায় ট্রেনের ছাদ কেটে যাত্রীদের উদ্ধার করা হয়।
Subway passengers trapped in the water. pic.twitter.com/IyqmKN7WEr
— Manya Koetse (@manyapan) July 20, 2021
অতি ভারী বৃষ্টিতে গোটা শহরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায়. উদ্বেগে রয়েছেন বাসিন্দাদের শহরের বাইরে থাকা আত্মীয় পরিজনেরা। স্থানীয় কর্তৃপক্ষের তরফে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
লাল ফৌজের তরফেও জানানো হয়েছে, বৃষ্টির পরিমাণ এতই বেশি যে জে়ংজউ শহরের থেকে কিছুটা দূরেই অবস্থিত বাঁধটি যেকোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবারই লুয়োওয়াং-র ইয়েহিটান বাঁধে ২০ মিটার ফাটল ধরেছে বলে জানা গিয়েছে। আরও পড়ুন: ভারত-কানাডা সরাসরি বিমানে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল ২১ অগস্ট পর্যন্ত, যেতে হবে ‘ঘুরপথে’