ভারত-কানাডা সরাসরি বিমানে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল ২১ অগস্ট পর্যন্ত, যেতে হবে ‘ঘুরপথে’

Canada: এ ক্ষেত্রে বিশ্বের অন্য কোনও দেশ হয়ে কেউ চাইলে কানাডা পৌঁছতে পারেন।

ভারত-কানাডা সরাসরি বিমানে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল ২১ অগস্ট পর্যন্ত, যেতে হবে 'ঘুরপথে'
ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 20, 2021 | 3:03 PM

কানাডা: প্রথমে ২১ জুলাই অবধি সময়সীমা ছিল। এবার তা বাড়ানো হল ২১ অগস্ট পর্যন্ত। নিষেধাজ্ঞা বহাল রইল ভারত-কানাডার সরাসরি বিমান পরিষেবায়। তবে এ ক্ষেত্রে বিশ্বের অন্য কোনও দেশ হয়ে কেউ চাইলে কানাডা পৌঁছতে পারেন। করোনার সংক্রমণের দিকটি খেয়াল রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে জাস্টিন ট্রুডোর সরকার।

নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সমস্ত ভারতীয় ‘ঘুরপথে’ কানাডায় প্রবেশ করবেন, তাঁদের কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট অত্যাবশ্যক। তবে সেক্ষেত্রে ভারত থেকে রিপোর্ট নিয়ে গেলে তা গ্রাহ্য হবে না। যে দেশ হয়ে ভারতীয় কোনও যাত্রী কানাডা ঢুকছেন, সেই দেশ থেকে করোনা পরীক্ষা করাতে হবে।

একইসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর আগে যাঁরা কোভিড পরজিটিভ ছিলেন এবং ভারত থেকে কানাডা যাচ্ছেন, তাঁরা ১৪ দিন তৃতীয় কোনও দেশে কাটিয়ে তবেই কানাডায় যেতে পারবেন। আরও পড়ুন: বাঁকুড়ায় শিশু পাচারকাণ্ডে বিস্ফোরক তথ্য! উঠছে নিষিদ্ধ পল্লি যোগের সম্ভাবনাও