AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আরও বাড়ছে অত্যাচার, জেলবন্দি চিন্ময় কৃষ্ণকে ওষুধ দিতে গিয়ে গ্রেফতার ২

Bangladesh Unrest: জানা গিয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে দুইজন দেখা করতে গেলে,  চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ইকবাল হোসেন স্থানীয় কোতোয়ালি থানায় খবর দেন। এরপর পুলিশ এসে তাঁদের গ্রেফতার করে।

আরও বাড়ছে অত্যাচার, জেলবন্দি চিন্ময় কৃষ্ণকে ওষুধ দিতে গিয়ে গ্রেফতার ২
চিন্ময় কৃষ্ণ দাস। ফাইল চিত্র।Image Credit: PTI
| Edited By: | Updated on: Nov 30, 2024 | 12:08 PM
Share

ঢাকা: জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস। রাষ্ট্রদ্রোহের অভিযোগে বাংলাদেশে হিন্দুদের প্রতিবাদী মুখ চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে ইউনূস সরকার। নামঞ্জুর করে দেওয়া হয়েছে তাঁর জামিন। এবার চিন্ময় কৃষ্ণ দাসকে ওষুধ দিতে গিয়ে গ্রেফতার ২ জন।

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি ঘিরে ইতিমধ্যেই উত্তপ্ত বাংলাদেশ। তাঁকে খেতে দেওয়া হচ্ছে না, ওষুধও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছিল। এবার তাঁর ভক্তদের গ্রেফতার করা হল। জানা গিয়েছে, শুক্রবার  চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে চিন্ময় কৃষ্ণ দাসকে প্রয়োজনীয় ওষুধ ও প্রসাদ দিতে গিয়েছিলেন দুইজন। সেই সময়ই তাদের গ্রেফতার করা হয়।

জানা গিয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে দুইজন দেখা করতে গেলে,  চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ইকবাল হোসেন স্থানীয় কোতোয়ালি থানায় খবর দেন। এরপর পুলিশ এসে তাঁদের গ্রেফতার করে।

দাবি, ধৃত দুইজনের কোনও খোঁজ মিলছে না। কেন তাঁদের গ্রেফতার করা হয়েছে, তাও জানায়নি পুলিশ।

প্রসঙ্গত, বাংলাদেশে হিন্দুদের উপরে লাগাতার অত্যাচারের খবর মিলছে। চট্টগ্রাম, রংপুর সহ বাংলাদেশের একাধিক জায়গায় হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে হামলার অভিযোগ উঠেছে। ঠাকুরগাঁও, পাথরঘাটা, হবিগঞ্জ, কিশোরগঞ্জে ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চলেছে। বিনা কারণে হিন্দুদের ধরপাকড়ের অভিযোগও উঠেছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। যদিও বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের দাবি, হিন্দুরা সুরক্ষিত। তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।