Sheikh Hasina: ফাঁসিতেই শেষ নয়, হাসিনাকে আরও শাস্তি দিল বাংলাদেশ আদালত, সাজা পুত্র-কন্যারও!

Bangladesh: ঢাকার পূর্বাচলে নতুন শহর প্রকল্পে জমি বা প্লট বরাদ্দ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে। সেই মামলায় আজ তিনজনকেই সাজা দিল আদালত। ২১ বছরের কারাদণ্ডের সাজা হল শেখ হাসিনার। 

Sheikh Hasina: ফাঁসিতেই শেষ নয়, হাসিনাকে আরও শাস্তি দিল বাংলাদেশ আদালত, সাজা পুত্র-কন্যারও!
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।Image Credit source: Tobias Hase/picture alliance via Getty Images

|

Nov 27, 2025 | 1:30 PM

ঢাকা: ফাঁসির সাজাতেই শেষ নয়। আরও শাস্তি দেওয়া হল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা(Sheikh Hasina)-কে। একইসঙ্গে সাজা দেওয়া হল তাঁর পুত্র ও কন্যাকেও। বাংলাদেশে গত বছর ছাত্র-গণ আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির সাজা দেয় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণ করার আবেদনও জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এর মধ্যেই আরেক মামলায় সাজা পেলেন শেখ হাসিনা।

ঢাকার পূর্বাচলে নতুন শহর প্রকল্পে জমি বা প্লট বরাদ্দ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে। সেই মামলায় আজ তিনজনকেই সাজা দিল আদালত। ২১ বছরের কারাদণ্ডের সাজা হল শেখ হাসিনার। 

আজ, বৃহস্পতিবার ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতে হাসিনা ও তাঁর পুত্র-কন্যাকে জমি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের সাজা দেওয়া হয়। বাংলাদেশি সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, প্লট দুর্নীতি নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি মামলা ছিল। তিনটি মামলাতেই সাত বছর করে সাজা দেওয়া হয়। মোট ২১ বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। অন্যদিকে, হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কে একটি মামলায় ৫ বছরের কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অন্য আরেকটি মামলায় হাসিনার কন্যা পুতুলকেও ৫ বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, তিনটি পৃথক মামলায় মোট আসামির সংখ্যা ৪৭। শেখ হাসিনা ও তাঁর পুত্র-কন্যা ছাড়াও প্রাক্তন গৃহ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, রাজউকের প্রাক্তন চেয়ারম্যান মহম্মদ আনিসুর রহমান, শফিউল হক, সামসুদ্দীন আহমেদ চৌধুরী, পূরবী গোলদার সহ একাধিকের নাম রয়েছে। এদের মধ্যে একমাত্র সাইফুল ইসলাম সরকারকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা। তিনটি মামলাতেই বেকসুর খালাস করা হয়েছে।  

উল্লেখ্য, প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে পৃথক ৬টি মামলা করে দুর্নীতি দমন কমিশন। শেখ হাসিনা ছাড়াও সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, শেখ হাসিনার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ব্রিটিশ সাংসদ টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে আজমিনা সিদ্দিকের নাম রয়েছে।  মোট ৬টি মামলা ছিল। এর মধ্যে তিনটি মামলার রায় দেওয়া হল আজ।