Afghanistan Blast: আফগান হোটেলে বড়সড় বিস্ফোরণ, পাক নাগরিক-সহ মৃত ৩, আহত আরও ৭
Hotel Blast in Afghanistan's Khost: দীর্ঘদিন ধরেই এই অঞ্চল আইএস জঙ্গি এবং তাদের বিরোধী জঙ্গি গোষ্ঠীদের সংঘর্ষের সাক্ষী। আফগানিস্তানের ক্ষমতায় তালিবানরা ফেরার পর রাজধানী কাবুল-সহ দেশের বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে আইএস জঙ্গি গোষ্ঠী।

কাবুল: ফের বিস্ফোরণ আফগানিস্তানে। সোমবার (১৪ অগস্ট) দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত প্রদেশে এক হোটেলে এই বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় অন্তত তিনজন নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। এই বিস্ফোরণের পিছনে কারা জড়িত, তা এখনও জানা যায়নি। কোনও জঙ্গি সংগঠন এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। এলাকাটি পাকিস্তানের সীমান্তবর্তী। দীর্ঘদিন ধরেই এই অঞ্চল আইএস জঙ্গি এবং তাদের বিরোধী জঙ্গি গোষ্ঠীদের সংঘর্ষের সাক্ষী। আফগানিস্তানের ক্ষমতায় তালিবানরা ফেরার পর রাজধানী কাবুল-সহ দেশের বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে আইএস জঙ্গি গোষ্ঠী। গত কয়েক মাসে আফগানিস্তানে বেশ কয়েকটি বড় হামলার দায় স্বীকার করেছে আইএসআইএস। বর্তমানে, ইসলামিক স্টেটের সদস্যদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে আফগানিস্তানের তালেবান প্রশাসনও।
TTP commanders Inamullah, Ahmedi, sadiq Noor, Aleem Khan and others reportedly killed in blast occured in hotel in Afghanistan. Meeting of TTP was going on. All from Gul bahadur group. #Terrorists #Afghanistan #blast #r4today #viralvideo #sundayvibes #جناح_سچا_تھا pic.twitter.com/FziYWyJEjg
— 𝑴𝒖𝒎𝒕𝒂𝒛 𝑩𝒂𝒏𝒈𝒂𝒔𝒉 (@BangashMumtaz) August 14, 2023
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, খোস্তের ‘কারি জারদান’ হোটেলে এই বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় এক যোদ্ধা বাহিনীর সদস্যরা প্রায়শই এই হোটেলে ওঠে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সেই যোদ্ধা গোষ্ঠীর সদস্যদেগল হত্যা করাই এই হামলার উদ্দেশ্য ছিল। হোটেলটির পাশেই রয়েছে একটি মসজিদ। বিস্ফোরণে সেই মসজিদটিরও বেশ ক্ষতি হয়েছে। ঘটনাস্থলের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, ওই হোটেলটি থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বিস্ফোরণস্থলের কাছেই পাকিস্তান সীমান্ত। উল্টোদিকে রয়েছে পাকিস্তানের ওয়াজিরিস্তান। হতাহতদের মধ্যে, ওয়াজিরিস্তানের বাসিন্দারাও আছেন বলে জানা গিয়েছে। এই হামলার বিষয়ে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
