Sunita Williams: মহাকাশে সুনীতার বড় ‘ফাঁড়া’, কোন ভুলের মাশুল গুনছেন এই ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী?
Sunita Williams: অবশেষে মাস্কের চেষ্টায় ফের একবার পৃথিবীর মাটিতে পা রাখতে চলেছেন সুনীতারা। রবিবার ভোররাতেই মহাকাশে পৌঁছেছে স্পেসসএক্সের (SpaceX) মহাকাশযান ক্রিউ-১০।

ওয়াশিংটন: আট দিনের একটা মহাকাশ সফর রাতারাতি পরিণত হল ৯ মাসে। গত বছরের জুন মাসে বোয়িং স্টারলাইনার মহাকাশযানে চেপে আন্তর্জাতিক মহাকাশ ঘাঁটির (International Space Station) উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন নাসা-র (NASA) নভোশ্চর সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমার। কিন্তু আট দিনের সেই সফর দীর্ঘায়িত হতে হতে এসে ঠেকল ন’মাসে।
অবশেষে মাস্কের চেষ্টায় ফের একবার পৃথিবীর মাটিতে পা রাখতে চলেছেন সুনীতারা। রবিবার ভোররাতেই মহাকাশে পৌঁছেছে স্পেসসএক্সের (SpaceX) মহাকাশযান ক্রিউ-১০। সব কিছু ঠিক থাকলে বুধবার ভারতীয় সময় অনুযায়ী, মধ্যরাতেই পৃথিবীর মাটিতে পা রাখতে চলেছেন সুনীতারা। জানা গিয়েছে, সুনীতাদের নিয়ে ফ্লোরিডা কোস্টেই আছড়ে পড়তে চলেছে মাস্কের সেই মহাকাশযান।
কিন্তু, আট দিনের একটা অভিযান বাড়তে বাড়তে কেন মাত্রা ছাড়িয়ে ন’মাসে এসে ঠেকল। মার্কিন মহাকাশ গবেষণাকারী সংস্থা NASA সূত্রে জানা গিয়েছে, তাদের মহাকাশযানে হওয়া কিছু যান্ত্রিক গোলযোগের কারণেই এতদিন ধরে মহাশূন্য থাকতে হয়েছে তাদের। এর মাঝে নানা ঝড়-জল বয়ে গিয়েছে সুনীতার উপর দিয়ে।
একবার শারীরিকভাবে বেশ দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। সেই সময়কালে নভোশ্চরের স্বাস্থ্য নিয়ে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছিল NASA-ও। কিন্তু সব বাঁধা পেরিয়েই অবশেষে পৃথিবীতে ফিরছেন সুনীতা।
অবশ্য়, এটা কিন্তু প্রথম নয়। এর আগেও ২০০৬ সালে মহাকাশে গিয়ে সাময়িকভাবে ‘বন্দি’ হয়েছিলেন সুনীতা উইলিয়ামস। তবে সেবার পরিস্থিতি এতটা দূর গড়ায়নি। ২০০৬ সালে ডিসেম্বরে রওনা দিয়েছিলেন আন্তর্জাতিক মহাকাশ ঘাঁটির উদ্দেশে। সেখানে ছয় মাসের জন্য থাকার কথা ছিল তাঁর। কিন্তু দিন শেষে আবার পরিকল্পনায় বদল। বেশ কিছু যান্ত্রিক গোলযোগের কারণে ছয় মাসের সফর পরিণত হয় প্রায় সাত মাসে। সেবার মোট ১৯৫ দিন মহাকাশেই ছিলেন সুনীতা।
প্রসঙ্গত, এই বারের সফরে আবার নিজের জীবনের দ্বিতীয়বারের জন্য মহাশূন্য হেঁটে ফেলেছেন সুনীতা। নিউট্রন স্টার ইন্টেরিয়র কম্পোজিশন এক্সপ্লোরার এক্স-রে টেলিস্কোপ সারাইয়ের মতো কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য নিজের স্টেশন থেকে বেরিয়ে এক চক্কর মহাকাশে ঘুরে বেরিয়েছেন তিনি।





