টাইট পোশাক পরে একা বাড়ি থেকে বেরনোই ‘অপরাধ’! তালিবানি রোষে মৃত্যু মহিলার

Taliban in Afganistan: আফগানিস্তানের বালখ এলাকার ঘটনা। তালিবান শাসকেরা মহিলাদের বাইরে কাজ না করতে যাওয়ার কড়া নির্দেশ দিয়েছে।

টাইট পোশাক পরে একা বাড়ি থেকে বেরনোই 'অপরাধ'! তালিবানি রোষে মৃত্যু মহিলার
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 09, 2021 | 11:23 AM

কাবুল: তালিবানি শাসনের ভয়ঙ্কর রূপ ক্রমশ প্রকট হচ্ছে আফগানিস্তানে। মার্কিন সেনা সের যাওয়ার পর থেকে পুরনো ভূমিকায় ফিরছে সন্ত্রাসবাদীরা। দেশের প্রায় ৮০ শতাংশ এলাকাই এখন তাদের দখলে। তাদের নিশানা থেকে বাদ যাচ্ছেন না দেশের মন্ত্রীরাও। এ বার সেই শাসনের শিকার হলেন এক মহিলা। আফগানিস্তানের বালখ প্রদেশে এক মহিলাকে হত্যা করা হয়েছে। জানা গিয়েছে, টাইট পোশাক পরে বাড়ি থেকে বেরনোটাই ছিল তাঁর অপরাধ। শুধু তাই নয়, কোনও পুরুষ সঙ্গী ছাড়াই বাড়ি থেকে বেরিয়েছিলেন এই মহিলা, যা তালিবানি শাসনে কার্যত অপরাধ। আর তারই শাস্তি পেতে হয়েছে ওই মহিলাকে।

তালিবানি শাসনের অধীনে থাকা সামান কান্দিয়ান এলাকায় এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, বাড়ি থেকে বেরিয়ে ওই প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফের দিকে যাচ্ছিলেন ওই মহিলা। গাড়িতে উঠতে যেতেই হত্যা করা হয় তাঁকে। পুলিশ আরও জানিয়েছে যে ওই মহিলার পরণে বোরখা ছিল। বালখ পুলিশের মুখপাত্র আদিল শাহ জানিয়েছেন ২১ বছরের ওই মহিলার নাম নাজানিন।

আগেও তালিবানি শাসন চলাকালীন মহিলাদের নানাভাবে অত্যাচারিত হতে হয়েছে। মহিলাদের একা বাড়ির বাইরে বেরনোই দায়  হয়ে উঠেছিল। মাঝে কিছুটা হলেও মুক্তি পেয়েছিলেন আফগান মহিলারা। কিন্তু ফের একবার ফিরছে নির্মমতার ছবি। তালিবানি শাসনে একটু এদিক থেকে ওদিক হলেই রেয়াত করছে না সন্ত্রাসবাদীরা। বালখ প্রদেশে তারই নিদর্শন দেখা গেল।

সূত্রের খবর, আফগানিস্তানের বিভিন্ন প্রদেশ দখল করার পর সেখানকার মহিলাদের জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, যে এলাকা তালিবান দখল করছে, সেখানে গিয়ে তারা মসজিদের মাইকে ঘোষণা করছে, যাতে এলাকার সরকারি কর্মী বা পুলিশকর্মীদের স্ত্রী’দের যেন তাদের হাতে তুলে দেওয়া হয়। ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে মহিলাদের। ভয়ে অনেক পরিবারই মহিলাদের কাবুল সহ অন্যান্য শহরে পাঠিয়ে দিচ্ছে। তাখর ও বাদাখাস্তানে মহিলাদের জোর করে সন্ত্রাসবাদীদের সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে বলেও জানা গিয়েছে। আরও পড়ুন: এবার তালিবানদের মুঠোয় আফগানিস্তানের সরকারি ভবন, কুন্দুজ ক্ষমতা কায়েম সন্ত্রাসীদের