তালিবানিদের থেকে নিস্তার পেতে ভারতের কাছে সামরিক সাহায্য চাইতে পারে আফগানিস্তান

Afganistan: ভারতে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত ব্যাখ্যা করলেন কী ভাবে সাহায্য করতে পারে ভারত।

তালিবানিদের থেকে নিস্তার পেতে ভারতের কাছে সামরিক সাহায্য চাইতে পারে আফগানিস্তান
ফাইল ছবি (টুইটার থেকে প্রাপ্ত)
Follow Us:
| Edited By: | Updated on: Jul 13, 2021 | 9:56 PM

নয়া দিল্লি: আফগানিস্তান থেকে ক্রমশ সেনা সরিয়ে নিয়েছে আমেরিকা। আর তারপরই একের পর এক প্রদেশ নিজেদের দখলে নিচ্ছে তালিবান। এই পরিস্থিতি চলতে থাকলে ভারতীয় সেনার সাহায্য চাইতে পারে কাবুল। ভারতের আফগান রাষ্ট্রদূত এমনটাই দাবি করেছেন। তবে তিনি জানিয়েছেন, জওয়ান পাঠিয়ে নয়, প্রয়োজনে প্রযুক্তিগত সাহায্য চাওয়া হবে ভারতের কাছে।

দুই দশক কাটিয়ে আফগানিস্তান থেকে ফিরে যাচ্ছে মার্কিন সেনা। আর তারপরই দখলদারি বাড়াচ্ছে তালিবান। এই অবস্থান আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসার কথা তালিবানিদের। আর সেখান থেকে কোনও আশাপ্রদ খবর না এলে ভারতের কাছে সাহায্য চাইবে আফগানিস্তান। ভারতে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজে বলেন, ‘যদি শান্তিস্থাপনের কোনও সুযোগ না পাওয়া যায়, তাহলে ভারতের কাছে সামরিক সাহায্য চাইতে হবে।’

জওয়ান না পাঠিয়ে ভারতের সাহায্য কী ভাবে পেতে পারে আফগানিস্তান? ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, মিলিটারি ট্রেনিং দিয়েও সাহায্য করতে পারে ভারত। তিনি জানিয়েছে বর্তমানে অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আফগানিস্তান। গত এপ্রিল থেকে ৪ হাজার মানুষকে মেরে ফেলা হয়েছে, ২ লক্ষ মানুষ বাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন। তাঁর আশা শান্তি প্রক্রিয়াকে গুরুত্ব দেবে তালিবান।

ইতিমধ্যেই তালিবানের তরফে দাবি করা হয়েছে যে আফগানিস্তানের ৮৫ শতাংশ তাদের দখলে চলে গিয়েছে। এরই মধ্যে কান্দাহারে ক্রমেই সংঘর্ষ বাড়ছে তালিবান ও আফগান সেনার মধ্যে। ইতিমধ্যেই আফগানিস্তান থেকে ৫০ ভারতীয় কূটনীতিককে ফিরিয়ে এনেছে ভারত। কয়েকদিন আগেই তালিবানিরা কান্দাহারের ১৩টি জেলা নিজেদের দখলে নেয়। আরও পড়ুন: তালিবানি হামলায় প্রাণ গেল ১৫ পাক সেনার, অপহরণ করা হল আরও ৬৩ জনকে