স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার, ভাগ্যের পরিহাসে আকাশ থেকেই খসে পড়লেন আফগান ফুটবলার

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 20, 2021 | 8:17 AM

রানওয়ে থেকে বিমান টেকঅফ করে মাঝ আকাশে পৌঁছতেই  হাওয়ার বেগে বিমানের বাইরের অংশ আর আটকে রাখতে পারেননি, হাত স্লিপ করেই মাঝ আকাশ থেকো খসে পড়ে যায় জাকি ও অপর এক ব্যক্তি। স্থানীয় এক ব্যক্তির ক্যামেরায়  ধরা পড়ে গোটা বিষয়টি।

স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার, ভাগ্যের পরিহাসে আকাশ থেকেই খসে পড়লেন আফগান ফুটবলার
জাকি আনওয়রি। ছবি: টুইটার।

Follow Us

কাবুল: বয়স মাত্র ১৯, নিজের প্রতিভার জেরেই জায়গা করে নিয়েছিলেন জাতীয় দলে। স্বপ্ন ছিল বিখ্যাত হওয়ার, নিজের পরিচিতি তৈরি করার। সেই স্বপ্ন পূরণ হল, গোটা বিশ্বের কাছে আজ তিনি পরিচিত,  তবে খেলায় নয়, বিমান থেকে খসে পড়ে মৃত্যুর কারণে। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিয়োয় যে দু’জন বিমান থেকে পড়ে যেতে দেখা যায়, তাদের মধ্যে একজন ছিলেন আফগানিস্তানের জাতীয় যুবদলের খেলোয়াড় জাকি আনওয়ারি (Zaki Anwari)।

আফগানিস্তান এর ফিজিক্যাল এডুকেশন এবং স্পোর্টস এর জেনারেল ডিরেক্টর জাকির মৃত্যুর খবরটি নিশ্চিত করেন এবং তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি জানান, আর পাঁচটা আফগানবাসীর মতোই তালিবানদের হাত থেকে বাঁচতে সোমবার কাবুল ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন জাকির আনওয়ারি (১৯)। কোনও মতে কাবুল বিমানবন্দরে প্রবেশ করে মার্কিন বায়ুসেনার বিমানে চেপে দেশ ছাড়তে চেয়েছিলেন। যেখানে আকাশ ছোঁয়ার স্বপ্ন ছিল, সেখানেই ভাগ্যের পরিহাসে মাঝ আকাশ থেকে খসে পড়েই মৃত্যু হল তাঁর।

রবিবার কাবুল তালিবানদের দখলে চলে যাওয়ার পরই দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন বহু মানুষ। কিন্তু সড়ক পথ তালিবানদের দখলে চলে যাওয়ায়, বন্ধ রয়েছে দেশের চারিদিকের সীমান্তগুলিই। কাবুলবাসীদের একমাত্র পালানোর পথ ছিল হামিদ কারজ়াই আন্তর্জাতিক বিমানবন্দরই।

সোমবার বিমানবন্দরের একাধিক চিত্র ও ভিডিয়ো বিশ্ববাসীর সামনে আসে। দেখা যায়, প্লেনে ওঠার সিড়িতে তিল ধারণের জায়গাটুকুও নেই, অনেকেই ঝুলছেন, কেউ বা আবার রানওয়ে দৌড়চ্ছেন বিমানের আশেপাশে আঁকড়ে ধরে পালানোর জন্য। অনেককে আবার বিমানের ইঞ্জিনের পাশে বা ছাদে বসে থাকতেও দেখা যায়। ঘটনাটি কখন ঘটেছে, সে বিষয়ে জানা না গেলেও স্থানীয় কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, বাকি কয়েক হাজার মানুষের মতোই জাকিও বিমানবন্দরে ঢুকেছিল। মার্কিন সি-১৭ যুদ্ধ বিমানে জায়গা বা হওয়ায়, বিমানের বাইরের অংশ আঁকড়ে ধরে বসে ছিলেন তিনি।

রানওয়ে থেকে বিমান টেকঅফ করে মাঝ আকাশে পৌঁছতেই  হাওয়ার বেগে বিমানের বাইরের অংশ আর আটকে রাখতে পারেননি, হাত স্লিপ করেই মাঝ আকাশ থেকো খসে পড়ে যায় জাকি ও অপর এক ব্যক্তি। স্থানীয় এক ব্যক্তির ক্যামেরায়  ধরা পড়ে গোটা বিষয়টি। আকাশ থেকে পড়ার সময় তাঁদের আর্তনাদও শুনতে পেয়েছিলেন বাসিন্দারা। জানা গিয়েছে, কমপক্ষে দুইজনের মৃত্যু হয়েছে বিমান থেকে পড়ে। স্থানীয় বাসিন্দাদের ছাদ থেকে উদ্ধার হয়েছে তাদের দেহ। আরও পড়ুন: করোনার সঙ্গে সন্ত্রাসবাদের তুলনা টেনে রাষ্ট্রপুঞ্জে চিনকে কটাক্ষ জয়শঙ্করের, উঠল আফগান প্রসঙ্গও

Next Article