AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan-Afghanistan Clash: পাকিস্তানের দিকে গুলি আফগানিস্তানের সেনার, সীমান্তে সংঘর্ষে মৃত ৬ পাক নাগরিক

Pakistan-Afghanistan Clash: হামলার পরই পুলিশ ও পাক সেনাবাহিনী এলাকা ঘিরে ফেলে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাকিস্তান সরকারের তরফে আফগান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়।

Pakistan-Afghanistan Clash: পাকিস্তানের দিকে গুলি আফগানিস্তানের সেনার, সীমান্তে সংঘর্ষে মৃত ৬ পাক নাগরিক
পাকিস্তানের বালোচিস্তানে হামলা।
| Edited By: | Updated on: Dec 12, 2022 | 9:53 AM
Share

কাবুল: হামলা, আর পাল্টা হামলা। আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে এই টানাপোড়েনই চলছে বিগত কয়েকদিন ধরে। এবার পাকিস্তান সেনার তরফে অভিযোগ করা হল যে আফগান সেনা বিনা কারণে হামলা চালিয়েছে। সীমান্তে পাক সেনাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে কমপক্ষে ৬ জন পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ১৭ জন। বালোচিস্তানের চমন জেলাতে এই সংঘর্ষ হয় রবিবার। অন্যদিকে, গতকালই আফগানিস্তানের স্পিন বলডাক এলাকাতেও সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে আফগানিস্তানের ৪ নাগরিকের মৃত্যু হয়।

পাকিস্তান সেনার তরফে জানানো হয়েছে, রবিবার বালোচিস্তানে আফগান সীমান্তরক্ষী বাহিনী বিনা কারণে ও প্ররোচনায় গুলি চালিয়েছে পাকিস্তান লক্ষ্য করে। গুলির আঘাতে কমপক্ষে ৬ জন পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে, কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন। পাক সূত্রে খবর, গুলির পাশাপাশি মর্টার সহ বিভিন্ন ভারী অস্ত্রও ব্যবহার করা হয়েছে। মূলত নাগরিকদের লক্ষ্য করেই এই হামলা চালিয়েছে আফগান সেনা। পাল্টা জবাবে পাক সেনার তরফেও গুলি চালানো হয়।

পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, হামলার পরই পুলিশ ও পাক সেনাবাহিনী এলাকা ঘিরে ফেলে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাকিস্তান সরকারের তরফে আফগান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। ভবিষ্যতে যাতে এই ধরনের হামলা না হয়, তার জন্যও যথাযথ পদক্ষেপ করতে বলা হয়েছে।

যদিও আফগানিস্তানের তরফে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। কী কারণে গুলি চালানো হয়েছে, তাও জানানো হয়নি। পাকিস্তান সেনার গুলিতে আফগানিস্তানের কেউ মারা গিয়েছেন কিনা, তাও স্পষ্ট নয়।

উল্লেখ্য, রবিবারই আফগানিস্তানের স্পিন বলডাক এলাকাতেও পাক সেনার সঙ্গে তালিবানের সংঘর্ষ হয়। সেই হামলায় কমপক্ষে ৪ জনের মৃত্য়ু হয়।