India On Afghanistan: সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার সম্ভাবনাই আফগানিস্তান নিয়ে চিন্তার প্রধান কারণ, রাষ্ট্রপুঞ্জে জানাল ভারত

Afghanistan, সম্প্রতি দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের (Ajit Doval) নেতৃত্বে আটটি দেশের নিরাপত্তা আধিকারিকরা মিলিত হয়েছিলেন। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনাই ছিল সেই বৈঠকের প্রধান আলোচ্য বিষয়।

India On Afghanistan: সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার সম্ভাবনাই আফগানিস্তান নিয়ে চিন্তার প্রধান কারণ, রাষ্ট্রপুঞ্জে জানাল ভারত
বৈঠকে ভারতের প্রতিনিধি। ছবি: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Nov 18, 2021 | 4:06 PM

নিউ ইয়র্ক: চলতি বছরের অগাস্টেই আফগানিস্তানের মসনদে বসেছিল তালিবান (Taliban)। তারপর থেকেই আন্তর্জাতিক মহলে যথেষ্ঠ উদ্বেগ সঞ্চারিত হয়েছিল। মনে করা হচ্ছিল, নতুন করে তালিবান শাসনে সন্ত্রাসবাদী কার্যকলাপ শুরু হবে, সেক্ষেত্রে প্রতিবেশী দেশে সহ অনেক দেশেরই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা প্রবল। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে সেই উদ্বেগের কথাই প্রকাশ করল ভারত। ভারতের বক্তব্যের ছত্রে ছত্রে উঠে এল আফগানিস্তানের সন্ত্রাসবাদের প্রসঙ্গ।

রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত ভারতীয় দূত টি এস তিরুমূর্তি (T S Tirumurti) বুধবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের (UN Security Council) বৈঠকে বলেন, “নিরাপত্তা পরিষদের ২৫৯৩ তম সংকল্প অনুযায়ী, স্পষ্টভাবে বলা রয়েছে, বিভিন্ন জটিল ও তাৎক্ষণিক পরিস্থিতির উপর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা ও মতামতের কথা মাথায় রাখতে হবে। ইউএনসিআর ১২৬৭ অনুযায়ী আফগানিস্তানের তালিবান শাসকরা জানিয়েছিল, যে তাঁরা আফগানিস্তানের মাটিকে কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপের ক্ষেত্রে ব্যবহার করতে দেবেনা। এই বিষয়টিও মাথায় রাখা প্রয়োজন।”

এরপরে তিরুমূর্তি বলেন, “উল্লেখিত সংকল্পে বলা রয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে দেশটিতে নারী ও সংখ্যালঘু এবং বিভিন্ন রাজনৈতিক ও জাতিগত গোষ্ঠীর পূর্ণ এবং সমান ও অর্থপূর্ণ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহন করতে হবে।” এখনও যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে আটকে থাকা মানুষদের দ্রুত সেখান থেকে উদ্ধারে বিষয়েও জোর দেন তিনি।

সম্প্রতি দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের (Ajit Doval) নেতৃত্বে আটটি দেশের নিরাপত্তা আধিকারিকরা মিলিত হয়েছিলেন। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনাই ছিল সেই বৈঠকের প্রধান আলোচ্য বিষয়। এর পাশাপাশি জঙ্গিদের আস্ফালন রোধ করার বিষয়ে সেই বৈঠকে আলোচনা হয়েছিল বলেই জানা গিয়েছে। এদিন সেই প্রসঙ্গ উত্থাপ্পন করে তিরুমূর্তি জানান, আফগানিস্তান নিয়ে আঞ্চলিক স্তরে যে উদ্বেগ রয়েছে, সেই উদ্বেগে প্রশমন করতে যেকোনও ধরনের পদক্ষেপকে স্বাগত জানাতে প্রস্তুত আন্তর্জাতিক মহল।

এই আফগানিস্তানের মানবাধিকার ফিরিয়ে আনা ও সেদেশের মানুষদের ন্যূনতম চাহিদা মেটানোর বিষয় নিয়েও সওয়াল করেন ভারতীয় রাষ্ট্রদূত। তিনি বলেন, “আফগানিস্তানে ইতিমধ্যেই অনেক রক্ত বয়ে গিয়েছে। সেদেশের অর্ধেকের বেশি নাগরিক ভয়ঙ্কর অর্থকষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন। খাদ্যের অভাব তাদেরকে ক্রমেই গ্রাস করছে। এই পরিস্থিতিতে মানবিকতার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক মহল থেকে আফগানিস্তানের জন্য সাহায্য এগিয়ে আসার প্রয়োজনীয়তা রয়েছে। খাদ্য সহ সেদেশের নাগরিকদের ন্যূনতম চাহিদা মেটানো দরকার।” প্রসঙ্গত উল্লেখ্য, ১৫ অগাস্ট আফগানিস্তানের মসনদ দখল করেছিল তালিবান। তারপর থেকেই সেদেশে মানবাধিকার লঙ্ঘন নিয়ে নানা প্রশ্ন উঠেছে। আগামি দিনে আফগানিস্তানের পরিস্থিতি কোন দিকে যায় সেদিকেই নজর থাকবে সকলের।

আরও পড়ুন China Building Villages Near Bhutan: রাতারাতি ১ বছরেই তৈরি সারি সারি গ্রাম! ভুটান সীমান্তেও আগ্রাসী রূপ চিনের

ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে