নয়া দিল্লি: বিদেশে ঘুরতে গিয়ে আর্থিক লেনদেন নিয়ে চিন্তা করার দিন শেষ। এবার টাকা ডলারে পরিবর্তন করা, সেই টাকার হিসাব করার দিন শেষ। এবার বিদেশে গিয়েও অনলাইনে লেনদেন করা যাবে ইউপিআই(UPI)-র মাধ্যমে। সম্প্রতিই ফ্রান্সে চালু হয়েছে ইউপিআই ব্যবস্থা। এবার শ্রীলঙ্কা ও মরিশাসেও চালু হচ্ছে ইউপিআই ব্যবস্থা। আজ, সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে দুই দেশে ইউপিআই ব্যবস্থা চালু হবে। মরিশাসে একসঙ্গে রুপে কার্ড (RuPay card)-র মাধ্যমে আর্থিক লেনদেন ব্যবস্থাও চালু করা হবে।
জানা গিয়েছে, আজ দুপুর ১টায় ভার্চুয়াল মাধ্যমে শ্রীলঙ্কা ও মরিশাসে ইউপিআই পরিষেবা চালু করা হবে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে এবং মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ জুগুনাউথ। প্রধানমন্ত্রী দফতর সূত্রে জানানো হয়েছে, ভারতের সংস্কৃতিকে বিশ্বের কাছে পৌঁছে দিতে এবং শ্রীলঙ্কা ও মরিশাসের সঙ্গে সম্পর্ককে আরও মজবুত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রীলঙ্কা ও মরিশাসে ইউপিআই ব্যবস্থা চালু হলে ডিজিটাল লেনদেন আরও সহজ ও দ্রুত হবে। দুই দেশের মধ্যে ডিজিটাল সংযোগও বাড়বে।
বিদেশে কীভাবে পাবেন ইউপিআই-র সুবিধা?
ভারতীয়রা যারা শ্রীলঙ্কা বা মরিশাসে ঘুরতে যাবেন, তারা এবার থেকে ইউপিআই ব্যবহার করে সমস্ত আর্থিক লেনদেন করতে পারবেন। একইভাবে মরিশাসের কোনও নাগরিক যদি ভারতে আসেন, তবে ইউপিআই-র মাধ্যমে টাকা দিতে পারবেন। ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস ব্যবহার করে আর্থিক লেনদেন করা যাবে। এক অ্যাপের মাধ্য়মেই একাধিক ব্যাঙ্ক থেকে লেনদেন যেমন করা যাবে, তেমনই একাধিক ব্যাঙ্কিং পরিষেবাও পাওয়া যাবে।
ইউপিআই-র পাশাপাশি আজ মরিশাসে রুপে কার্ডের পরিষেবাও চালু হবে। মরিশিয়ান ব্যাঙ্কের তরফে রুপে কার্ড ইস্যু করা হবে।ভারত ও মরিশাসের নাগরিকরা এই কার্ড ব্যবহার করে এই লেনদেন করা যাবে।
প্রসঙ্গত, সম্প্রতিই প্যারিসের আইফেল টাওয়ার থেকে ইউপিআই ব্যবস্থা চালু করা হয়।