Hamas: সুড়ঙ্গে লুকিয়েও লাভ হল না, ইজরায়েলি এয়ারস্ট্রাইকে খতম হামাসের শীর্ষ নেতা সিনওয়ার
Hamas Leader Death: এই মহম্মদ সিনওয়ার, প্রাক্তন হামাস প্রধান ইব্রাহিম হাসান সিনওয়ারের ভাই। গত বছর অক্টোবরে ইজরায়েলের আক্রমণে প্রাণ হারায় ইব্রাহিম।

লেবানন: হামাস নিধন অভিযানে নেমেছে ইজরায়েল। একের পর এক হামাস নেতাকে খতম করছে তারা। এবার হামাসের শীর্ষ নেতা মহম্মদ সিনওয়ারকে নিকেশ করার দাবি জানাল।
এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই বিরাট দাবি করেছে ইজরায়েল ডিফেন্স ফোর্স। তাদের দাবি, গত ১৩ মে ইজরায়েলের এয়ারস্ট্রাইকে মৃত্যু হয়েছে হামাস নেতা মহম্মদ সিনওয়ার। তিনিই হামাসের বর্তমান প্রধান ছিলেন।
এই মহম্মদ সিনওয়ার, প্রাক্তন হামাস প্রধান ইব্রাহিম হাসান সিনওয়ারের ভাই। গত বছর অক্টোবরে ইজরায়েলের আক্রমণে প্রাণ হারায় ইব্রাহিম। তাঁর মৃত্যুর পরই তাঁর ভাই, মহম্মগ সিনওয়ারকে হামাসের প্রধান পদে বসানো হয়েছিল।
জানা গিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনূসে একটি ইউরোপিয়ান হাসপাতালের নীচে সুড়ঙ্গে লুকিয়ে ছিলেন মহম্মদ সিনওয়ার। গত মাসের ১৩ তারিখে ইজরায়েলের এয়ারস্ট্রাইকে প্রাথমিক ভাবে দাবি করা হয়েছিল একজন হামাস বড় নেতার মৃত্যুর কথা। এতদিন বাদে ইজরায়েলি সেনা জানাল, সেই ব্যক্তি আর কেউ নয়, হামাস প্রধানই ছিলেন।
মহম্মদ সিনওয়ার ছাড়াও হামাসের রাফা ব্রিগ্রেডের কম্যান্ডার মহম্মদ সাবানা ও দক্ষিণ খান ইউনূস ব্যাটেলিয়নের কম্যান্ডার মাহদি কোয়ারেরও মৃত্যু হয়েছে।

