Pakistan: ফের মাথায় হাত বুলিয়ে ৬৮৭৩ কোটি টাকা অনুদান হাতিয়ে নিল পাকিস্তান!

Pakistan: জানা গিয়েছে,  ৮০০ মিলিয়ন ডলারের আর্থিক অনুদান পাবে পাকিস্তান। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ৬৮৭৩ কোটি টাকারও বেশি।

Pakistan: ফের মাথায় হাত বুলিয়ে ৬৮৭৩ কোটি টাকা অনুদান হাতিয়ে নিল পাকিস্তান!
ফের আর্থিক অনুদান পেল পাকিস্তান।Image Credit source: TV9 বাংলা

|

Jun 04, 2025 | 3:46 PM

ইসলামাবাদ: ভাঁড়ে মা ভবানী দশা। তাও যেন প্রতিদিন লটারি লাগছে পাকিস্তানের। ভিক্ষার বাটি নিয়ে একের পর এক প্রতিষ্ঠানের কাছে যাচ্ছে, আর দেশের উন্নয়ন করার নামে বিপুল আর্থিক অনুদান পেয়ে যাচ্ছে। আন্তর্জাতিক অর্থ তহবিলের পর এবার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের কাছ থেকেও বিপুল আর্থিক অনুদান পেয়ে গেল।

জানা গিয়েছে,  ৮০০ মিলিয়ন ডলারের আর্থিক অনুদান পাবে পাকিস্তান। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ৬৮৭৩ কোটি টাকারও বেশি। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পাকিস্তানের জন্য এই অর্থ মঞ্জুর করেছে। ভারত এই তহবিল নিয়ে তীব্র আপত্তি জানালেও, তা শোনা হয়নি। এর আগে গত মাসেই আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফের কাছ থেকে ১ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ৮৫০০ কোটি টাকার অনুদান পেয়েছিল।

সরকারি সূত্রে খবর, পাকিস্তানকে আর্থিক মদত দেওয়া নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিল ভারত। এই আর্থিক সাহায্য পেলে পাকিস্তান তা সন্ত্রাসবাদ লালন-পালনেই খরচ করবে বলে জানায়। পাকিস্তানের দুর্বল আর্থিক অবস্থা, ২০১৮ সাল থেকে ২০২৩ সালে জিডিপি-র পতন ১৩ শতাংশ থেকে ৯.২ শতাংশ হয়ে যাওয়া এবং সেই সময়েই প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর তথ্যপ্রমাণও দেয়। ভারত আপত্তি জানিয়েছিল যে উন্নয়নের নামে এইভাবে আর্থিক সাহায্য পেলে পাকিস্তান তা সামরিক তহবিলেই খরচ করবে।