Asim Munir: প্রধানমন্ত্রীর মুখে ঝামা ঘষে পাকিস্তানের বিরাট পদে আসিম মুনির

Pakistan: সম্প্রতিই সংবিধানে পরিবর্তন আনার পর পাকিস্তানে জল্পনা ছড়িয়েছিল যে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সেনা প্রধান আসিম মুনিরের হাতে যাবতীয় দায়িত্ব ছাড়তে চাইছেন না। গত ২৯ নভেম্বরই মুনিরকে দেশের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্স পদে মনোনীত করার কথা ছিল, কিন্তু তাতে টালবাহানা করছিলেন শেহবাজ।

Asim Munir: প্রধানমন্ত্রীর মুখে ঝামা ঘষে পাকিস্তানের বিরাট পদে আসিম মুনির
আসিম মুনির ও শেহবাজ শরিফ।Image Credit source: PTI

|

Dec 05, 2025 | 12:46 PM

ইসলামাবাদ: আসিম মুনিরের উপরে আর কেউ নেই। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জ়ারদারি সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে দেশের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্স (CDF) পদে নিয়োগ করল। পাকিস্তানের সংবিধানে পরিবর্তন করে এই পদ তৈরি করা হয়েছে। আসিম মুনির আজীবন সুরক্ষা পাবেন এই পদের দৌলতে। 

পাকিস্তানকে কার্যত হাতের মুঠোয় নিয়ে এসেছেন আসিম মুনির। এবার তাঁকে ফিল্ড মার্শাল থেকে চিফ অব ডিফেন্স ফোর্স পদে বসানো হল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও তাঁর নাম মনোনীত করেছেন।  আগামী পাঁচ বছরের জন্য এই পদে থাকবেন মুনির। এরপরে এই পদ অবলুপ্ত করে দেওয়া হতে পারে বলেই জানিয়েছিলেন সে দেশের আইনমন্ত্রী।

সম্প্রতিই সংবিধানে পরিবর্তন আনার পর পাকিস্তানে জল্পনা ছড়িয়েছিল যে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সেনা প্রধান আসিম মুনিরের হাতে যাবতীয় দায়িত্ব ছাড়তে চাইছেন না। গত ২৯ নভেম্বরই মুনিরকে দেশের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্স পদে মনোনীত করার কথা ছিল, কিন্তু তাতে টালবাহানা করছিলেন শেহবাজ। সেই কারণেই তিনি তড়িঘড়ি বাহরিন ও তারপরে লন্ডনে চলে যান। অবশেষে সেই নাম মনোনয়ন করলেন।

প্রসঙ্গত, গত মাসেই পাকিস্তানের সংবিধানে ২৭তম সংশোধন করে চিফ অব ডিফেন্স ফোর্স পদ তৈরি করা হয়। সরকারের তরফে বলা হয়েছিল, দেশের সকল সেনার মধ্যে আরও ভাল সমন্বয় তৈরির জন্যই এই পদ তৈরি করা হয়েছে। এদিকে এই বছরই আসিম মুনির জেনারেল পদ থেকে ফিল্ড মার্শাল পদে উন্নীত হন। জেনারেল আয়ুব খানের পর তিনিই দ্বিতীয় সেনা প্রধান, যিনি ফিল্ড মার্শাল পদে বসবেন।

আসিম মুনিরকে নতুন পদ দেওয়ার পাশাপাশি এয়ার চিফ মার্শাল জ়াহির আহমেদ বাবর সিধুর পদের মেয়াদও দুই বছর বাড়ানো হয়েছে। ২০২৬ সালের ১৯ মার্চ থেকে এই পদ কার্যকর হবে।